নতুন প্রেমে পড়েছেন স্বস্তিকা! নয়া পোস্ট সোশ্যাল মিডিয়ায়
নামী অভিনেত্রী হিসাবে তাঁর খ্যাতির কথা নতুন করে ব্যাখ্যা করতে হয় না। প্রবল অভিনয় দক্ষতার দাপটে তিনি আজ বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী। তবে বহুবার বিভিন্ন ঘটনার জন্য উঠে এসেছেন বিতর্কের আলোয়। এবার ফের খবরে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

চিরকালই তিনি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলেছেন। তবে এবার একটপ রহস্য রেখে দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়। সদ্য ওক সোশ্যাল মিডিয়া পোস্ট-এ তিনি একজন পুরুষের সঙ্গে ছবি পোস্ট করেন। যদিও সেই বিশেষ পুরুষটি কে, তা স্পষ্ট বোঝা যাচ্ছেন না। ছবির ট্যাগ লাইনে স্বস্তিকা লেখেন 'যেখানে ফুল ফোটে, আশা জাগে...।'
View this post on Instagramwhere flowers bloom so does hope...
A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13) on
কখনও জিৎ তো কখনও পরমব্রত,আবার কখনও পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায়ের। সাগর সেনের ছেলে প্রমিতের সঙ্গে স্বস্তিকার বিবাহবিচ্ছেদের পর একাধিক টেলি তারকার সঙ্গে নাম জড়ায় এই সুন্দরী অভিনেত্রীর। আর সেই সমস্ত পর্ব দূরে সরিয়ে কি এবার নতুন সম্পর্কে নিজেকে বাঁধতে চলেছএন স্বস্তিকা? প্রশ্নটা থেকেই যাচ্ছে।