For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মা'সুস্মিতার একক অভিভাবকত্বে মেয়ে রেনে পার করে ফেলল ১৮ , কেমন ছিল এতগুলো বছর

এককালের তাক লাগানো সুন্দরী তথা বিশ্বসুন্দরী সুস্মিতা 'সিঙ্গল মাদার' হিসাবে রেনের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে বলিউড সেলেবদের মধ্যে গড়ে ফেলেছেন অনন্য নজির।

  • |
Google Oneindia Bengali News

নয় নয় করে কেটে গেল বহু বছর। রেনে এখন অষ্টাদশী। অভিভাবক হিসাবে সমস্ত দায়িত্ব পালন করেছেন মা সুস্মিতা। এককালের তাক লাগানো সুন্দরী তথা বিশ্বসুন্দরী সুস্মিতা 'সিঙ্গল মাদার' হিসাবে রেনের অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে বলিউড সেলেবদের মধ্যে গড়ে ফেলেছেন অনন্য নজির। আদরের মেয়ের জন্মদিনে তাই বড়সড় পার্টির আয়োজন করেছিলেন সুস সুন্দরী।

মেয়ের জন্মদিনে সুস্মিতা

মেয়ের জন্মদিনে সুস্মিতা

রেনের জন্মদিন উপলক্ষ্যে দুই মেয়েকে সঙ্গে নিয়ে একটি ছবি প্রকাশ করেন সুস। তাতে রেনের সঙ্গে মদ্যপান করার দৃশ্য ধরা পড়ে। বোঝাই যাচ্ছে আষ্টাদশী রেনেকে স্বধীনতার প্রথম পরত দিতে কতটা তৎপর সচেতন মা সুস।

মেয়ের প্রতি সুস্মিতার বার্তা

মেয়ের প্রতি সুস্মিতার বার্তা

ছবিটি পোস্ট করে সুস লেখেন,' আমার প্রথম প্রেম আজ ১৮ বছর পার করল।' মজা করে সুশ লেখেন,' এখন আমরা ১৮'।

রেনেকে দত্তক নেওয়া

রেনেকে দত্তক নেওয়া

২০০০ সালে তিনি রেনেকে সন্তান হিসাবে দত্তক নেন। ছোট্ট রেনে মা সুস্মিতার সমস্ত লড়াই ও জীবনের চড়াই উতরাইয়ের সাক্ষী ছিল। মাত্র ২৫ বছর বয়সে সুস্মিতা রেনেকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। যা অত্যন্ত সাহসী পদক্ষেপ যে কোনও বলিউড সেলেবের কাছে।

দত্তকের সিদ্ধান্তের বিরোধিতা

দত্তকের সিদ্ধান্তের বিরোধিতা

রেনেকে দত্তক নেওয়ার সময়ে বলিউডে সুস্মিতার কেরিয়ার সবে শুরু হয়েছে। এই দত্তক নেওয়ার সিদ্ধান্ত তাঁর কেরিয়ারে খারাপ প্রভাব ফেলতে পারে বলে অনেকেই সুসকে সচেতন করেছিলেন। তবে সেই সমস্ত তোয়াক্কাও করেননিন সুস।

আলিশাকে দত্তক নেওয়া

আলিশাকে দত্তক নেওয়া

রেনের পর ২০১০ সালে আলিশাকে দত্তক নেন সুস। দুই মেয়েকে নিয়ে সিঙ্গল মাদার হিসাবে একাই অভিভাবকত্ব করে চলেছেন সুস্মিতা।

বিক্রম ভট্ট ও সুস্মিতা বিতর্ক

বিক্রম ভট্ট ও সুস্মিতা বিতর্ক

নব্বইয়ের দশকে বলিউডের অন্যতম বিতর্কিত ঘটনা ছিল বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে পরিচালক বিক্রম ভট্টের প্রেম। বিক্রমের সঙ্গে অবৈধ সম্পর্কে মেতে উঠে ছিলন সুস্মিতা। তবে পরবর্তী কালে সেই সম্পর্ক আর টেকেনি।

বিক্রমের মন্তব্য

বিক্রমের মন্তব্য

সুস্মিতার সঙ্গে প্রেম নিয়ে বহু বছর পর মুখ খুলেছিলেন বিক্রম। মুখ খুলেই তিনি মেনে নেন , যে সেই সম্পর্ক বিক্রমের ব্যাক্তিগত জীবনে প্রভাব ফেলেছে খারাপভাবে। বিক্রম বলেন সুস্মিতার সঙ্গে সম্পর্কের জন্য তিনি তাঁর স্ত্রীকে যে মিথ্যে কথা বলেন, তার জন্য তিনি অনুশোচনা করছেন আজও। যদিও এর প্রেক্ষিতে কোনও কথাই বলেননি সে সময়ে সুস্মিতা।

রনদীপ হুদা ও সুস্মিতা সেন

রনদীপ হুদা ও সুস্মিতা সেন

একটা সময়ে অভিনেতা রনদীপ হুদার সঙ্গে সম্পর্কে লিপ্ত হন সুস্মিতা। সেই সম্পর্কও টেকেনি। এই নিয়ে বহু আক্ষেপ করেন রনদীপ। কিন্তু সুস সুন্দরীর মন ভেজেনি তাতেও।

রেনের সঙ্গে সুসের সম্পর্ক

রেনের সঙ্গে সুসের সম্পর্ক

একজন স্বাধীন মা হিসাবে , রেনেকেও স্বাধীনভাবে বেড়ে উঠতে সাহায্য করেছেন সুস্মিতা। তাই রেনে যা চেয়েছে তাই যুগিয়ে গেছেন সুস্মিতা। বাধা দেননি কিছুতেই।

অভিনেত্রী হতে চায় রেনে

অভিনেত্রী হতে চায় রেনে

রেনের ছোট থেকেই ইচ্ছে মায়ের মতো অভিনেত্রী হওয়ার। তবে রেনের সামনে এখন অনেকটা পথ। সেই পথ পেরিয়ে রেনে কোন পথে চলে, সেদিকে নজর থাকবে গোটা বলিউডের। তবে সেজন্য রেনেকে নিজের পড়াশুনো শেষ করতে হবে বলে জানিয়েছেন সুস।

English summary
Sushmita Sen's elder daughter Renee turned 18 yesterday and her mommy dearest threw a lavish birthday party to bring in the special occasion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X