সন্তান 'দত্তক' নেওয়ার ভালো দিক কোনগুলি! মনের কথা জানাল সুস্মিতা-কন্যা ছোট্ট আলিশা
বিশ্ব সুন্দরী প্রতিযোগীতার মঞ্চে দাঁড়িয়ে বঙ্গ তনয়া সুস্মিতা দৃপ্ত কণ্ঠে দাবি করেছিলেন যে, তিনি সন্তান দত্তক নিয়ে তাদের মাতৃত্বের স্নেহে লালন করতে চান। আর ঠিক সেই কথা মতোই রেনে আর আলিশাকে নিজের সমস্ত স্নেহ দিয়ে ভরিয়ে তুলেছেন সুস্মিতা।

এবার সুস্মিতা সেনের ছোট মেয়ে আলিশা কলম ধরেই সেই স্নেহের কথা যেমন লিখেছে,তেমনই নিজের রচনায় সে জানিয়েছে দত্তক কন্যা হিসাবে সে কী কী পয়েছে। আলিশা জানিয়েছে,এমনভাবে তাকে লালন করা হয়েছে, যেন তাকে নতুন জীবন দান করা হয়েছে। এমনভাবে এই জীবন আলিশা পেয়েছে, যেন তার জীবনকে রক্ষা করা হয়েছে। ছোট্ট ১০ বছরের আলিশার এমন মন ছুঁয়ে যাওয়া বার্তায় আবেগ ঘন নেটিজেনরাও।
View this post on InstagramA post shared by Sushmita Sen (@sushmitasen47) on
সুস্মিতা কন্যার এই রচনা সোশ্যাল মিডিয়ায় শুধু নেটিজেনদের মনই জয় করে নেয়নি। সুস্মিতার বয়ফ্রেন্ড রহমন শলও বেশ খুশি আলিশার এমন লেখায়। রহমন, সুস্মিতা কন্যাদের প্রশংসার পাশাপাশি, এমনভাবে মেয়েদের সুশিক্ষায় বড় করে তোলা নিয়ে সুস্মিতারও প্রশংসা করেন।