১৫ বছরের ছোট বয়ফ্রেন্ডের সঙ্গে সুস্মিতার বিয়ে কবে! সম্পর্ক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী
প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতার সঙ্গে তাঁর বয়ফ্রেন্ড রোহমন শালের সম্পর্ক ঘিরে তুঙ্গে জল্পনা। শোনা গিয়েছিল ২৭ বছরের রোহমনের সঙ্গে খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৪২ এর সুস্মিতা। এবার এই সম্পর্ক নিয়ে মুখ খুললেন বলিউড ডিভা সুস্মিতা।

এক ইনস্টাগ্রাম পোস্ট-এ সুস্মিতা সমস্ত জল্পনাকে থামিয়ে দিয়ে জানান, আপাতত রোহমনের সঙ্গে বিয়ের কোনও পরিকল্পনা নেই সুস্মিতার। আপাতত তাঁরা বিয়ে করছেন না বলেই ইঙ্গিত দেন সুশ।উল্লেখ্য়, গত ২ মাস ধরে সুস্মিতা ও রোহমন এক অপরের সঙ্গে ডেট করছেন। সুস্মিতার দুই মেয়েও রোহমনকে পছন্দ করে বলে সূত্রের খবর।
View this post on InstagramA post shared by Sushmita Sen (@sushmitasen47) on
আগে জানা গিয়েছিল, সামনের বছর শীতকালে বিয়ে করতে পারেন সুস্মিতা ও রোহমন। তবে সুস্মিতার সাম্প্রতিক পোস্ট সেই সম্ভাবনাকে খারিজ করছে কী না , তা নিয়ে জল্পনা চলছে বলিউডের অলি-গলিতে। উল্লেখ্য, এর আগে একাধিক সম্পর্কে নাম জড়ায় সুস্মিতার। শরদ কাপুর থেকে রণদীপ হুদা , একাধিক তারকার সঙ্গে সুস্মিতার সম্পর্কের কথা জানা যায়।