For Quick Alerts
For Daily Alerts
মেয়ের সঙ্গে ধুনুচি নাচে টক্কর সুস্মিতার! দেখুন ভিডিও
ঢাকের তাল বাজলে , কোমর দুলতে বাধ্য! ঢাকের বোল শুনলে বাঙালি কি নিজেকে আটকে রাখতে পারে? নিজেকে আটকাতে পারেননি প্রাক্তন বিশ্বসুন্দরী তথা বলিউড স্টার সুস্মিতা সেনও। অষ্টমীর রাতে ধুনুচিনাচে মাততে দেখা গেল সুশকে!

'দিলবর গার্ল' সুস্মিতা নিদের দুই মেয়ে রেনে ও আলিশাকে নিয়ে গিয়েছিলেন দুর্গাপুজো দেখতে। আর সেখানে , তিনি মেতে ওঠেন দুর্গা পুজোর ছন্দে। হাতে ধনুচি তুলে মেয়ে রেনের সঙ্গে নাচতে দেখা যায় সুস্মিতাকে। আর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
View this post on InstagramA post shared by Sushmita Sen (@sushmitasen47) on
উল্লেখ্য, সুস্মিতা প্রতিবছরই পরম্পরা মেনে দুর্গাপুজোয় মেতে ওঠেন। এবারেএ সেই পরম্পরা থেকে বাদ যাননি সুস্মিতা। বরং মেয়েদের নিয়ে আরও ঝলমলে উপস্থিতিতে পাওয়া যায় সুস্মিতাকে।