সলমানের সহ প্রযোজনায় থাকা জনপ্রিয় টিভি অনুষ্ঠান বাতিলের ডাক সুশান্ত ভক্তদের
অনুষ্ঠানের জনপ্রিয়তা যতই হোক, তা সুশান্ত সিং রাজপুতের জনপ্রিয়তার থেকে বেশি নয়! অন্তত তাঁর ভক্তরা সেটা প্রমাণ করে দিচ্ছেন। সুশান্তের মৃত্যু ঘিরে বারবার নেপোটিজমের প্রেক্ষিতে সলমন সহ একাধিক তারকাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবার সেই সলমানের সহ প্রযোজিত অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো' বাতিলের ডাক দিলেন সুশান্ত ভক্তরা।

সুশান্ত ভক্তদের দাবি , সলমন খানের সমস্ত ছবি তাঁরা বয়কট করেছেন। সলমানের প্রযোজিত, অভিনীত যাবতীয় ছবি তাঁরা বাতিলের ডাক দিয়েছেন। এবার সুশান্ত ভক্তদের দাবি, 'দ্য কপিল শর্মা শো' কেও বাতিল করা হোক, কারণ ওই অনুষ্ঠানের সহ প্রযোজক সলমান।
একটি ৯১ হাজার সদস্য সম্বলিত সুশান্ত সিং রাজপুতের ভক্তদের গ্রুপ থেকে এমন দাবি তোলা হয়েছে। উল্লেখ্য, সুশান্তের ফ্যানক্লাবের একটা বড় অংশের দাবি, যে বলিউডে নেপোটিজমের শিকার হয়েই সুশান্ত নিজের জীবন শেষ করেছেন। আর সেই কারণে বলিউডে যাঁরা নেপোটিজমকে প্রশ্রয় দেন তাঁদের দিকে কটাক্ষের তীর ছুঁড়ে দিয়েছেন রাজপুত-ভক্তরা। সেই তালিকায় করণ জোহর থেকে সলমন খান , সকলেই রয়েছেন।