
সুশান্ত মামলায় মাদক যোগে বলিউডের ৩ তারকার নাম বলতে বাধ্য করা হয় অভিযুক্তকে! ফের চাঞ্চল্য
সুশান্ত মামলায় মাদক যোগ ঘিরে তোলপাড় গোটা দেশ। এমন পরিস্থিতিতে বলিউডের একের পর এক ব্যক্তিত্বকে তলব করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এনসিবি। জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল করণ জোহারের ধর্মা এন্টারটেনমেন্টের ক্ষীতীজ প্রসাদকে।

ধর্মা এন্টারটেইনমেন্টের এই প্রাক্তন অফিসার জানান, তাঁকে জেরায় জোর করে তিন তারকার নাম বলতে বাধ্য করা হয়েছে। বলিউডে মাদক যোগ নিয়ে তাঁর জিজ্ঞাসাবাদ হয়েছে। সেই সময় ডিনো মোরিয়া, অর্জুন রামপাল, রনবীর কাপুরকে নিয়ে তিনি মুখ খুলতে বাধ্য হন বলে জানান প্রসাদ।
প্রসাদ জানিয়েছেন, এই তিন তারকার সম্পর্কে তাঁর কোনও কিছুই জানা ছিল না। কিন্কু এনসিবি তাঁকে জোর কের এঁদের নাম বলিয়েছে, বলে অভিযোগ করেন তিনি। এই বক্তব্য, প্রসাদ আদালতের সামনে রেখেছেন বলে খবর। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে ছিলেন প্রসাদ। শনিবার, আদালত তাঁকে ৬ অক্টোবর পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেয়।
