For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনার সঙ্গে লড়তে এস না! 'সার্জিক্যাল স্ট্রাইক'কে কুর্ণিশ জানিয়ে বার্তা বলিউডের

১৪ ফেব্রুয়ারির বদলা ২৬ ফেব্রুয়ারিত। ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে তছনছ করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা।

  • |
Google Oneindia Bengali News

১৪ ফেব্রুয়ারির বদলা ২৬ ফেব্রুয়ারিত। ঠিক ১২ দিনের মাথায় পাকিস্তানের মাটিতে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে তছনছ করে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। ১২ দিন বাদে ২১ মিনিটের বায়ুসেনা হামলা, আর তাতেই ধ্বংস পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি। আগেভাগে আঁচ পেয়েও জঙ্গি লঞ্চপ্যাড সরিয়ে নিয়েও শেষরক্ষা করতে পারেনি ইসলামাবাদ। আর ভারতীয় বায়ুসেনার এই প্রত্যাঘাতকে কুর্ণিশ জানিয়েছে বলিউড। কুর্ণিশ জানান দক্ষিণী তারকা কমল হাসান থেকে শুরু করে অজয় দেবগনরা।

কমলের বার্তা

কমল হাসান এদিন সেনার শৌর্যকে কুর্ণিশ জানান। যে সাহসীকতার সঙ্গে সেনা হামলা চালিয়েছে পাকিস্তানে তার ভূয়সী প্রশংসা করেন এই দক্ষিণী সুপারস্টার।

ভারতীয় সেনার সঙ্গে লড়তে এস না...

অজয় দেবগন তাঁর স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় জানিয়েছেন, ভারতীয়সেনার সঙ্গে ঝামেলা করতে আসলে এইটাই একমাত্র পরিণতি। তাঁর টুইটে তিনি ট্যাগ করেছেন নরেন্দ্র মোদীকেও।

জয় হিন্দ!

স্বরা ভাস্করের প্রতিক্রিয়ায় এদিন উঠে আসে 'জয়হিন্দ' এর বোল। তিনি ভারতীয় সেনাকে এই প্রত্যাঘাতের জন্য কুর্ণিশ জানান।

'পাল্টা জবাব '

বলিউড অভিনেত্রী কাজল আগরওয়ালের দাবি, ভারত সঠিকভাবে এই হামলার জবাব দিয়েছে।

আতঙ্কবাদীদের আতঙ্ক!

অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠির দাবি, এই হামলার মাধ্যমে আতঙ্কবাদীদের মনে আতঙ্ক ধরিয়ে দিয়েছে ভারত।

English summary
Surgical strike 2,Bollywood stars fromAjay devhan to swara bhaskar salutes indian Airforce
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X