For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পদ্মাবত'-এর দৃশ্য নিয়ে ফের আপত্তি, স্বামী অগ্নিবেশের আবেদন ঘিরে যা জানাল সুপ্রিমকোর্ট

দীর্ঘ টালবাহানর পর মুক্তি পেয়ে গিয়েছে দীপিকা, শাহিদ, রণবীর অভিনীতি 'পদ্মাবত'। কিন্তু মুক্তির পরও পিছু ছাড়াছে না বিতর্ক।

  • |
Google Oneindia Bengali News

দীর্ঘ টালবাহানর পর মুক্তি পেয়ে গিয়েছে দীপিকা, শাহিদ, রণবীর অভিনীতি 'পদ্মাবত'। কিন্তু মুক্তির পরও পিছু ছাড়াছে না বিতর্ক। এখনও ছবির দৃশ্য ছাঁটাই করার জন্য আবেদন জানানো হচ্ছে। আর এবার প্রাক্তন সাংসদ স্বামী অগ্নিবেশ এই ছবির দৃশ্য ছাঁটাইয়ের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। যে আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

পদ্মাবত-এর দৃশ্য নিয়ে ফের আপত্তি, স্বামী অগ্নিবেশেরে আবেদন ঘিরে যা জানাল সুপ্রিমকোর্ট

[আরও পড়ুন:'কভি খুশি কভি গম' থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিরিয়াল! টুইটে যা ইঙ্গিত দিলেন একতা][আরও পড়ুন:'কভি খুশি কভি গম' থেকে অনুপ্রাণিত হয়ে নতুন সিরিয়াল! টুইটে যা ইঙ্গিত দিলেন একতা]

[আরও পড়ুন:শেষমেশ একসাথে রণবীর-দীপিকা! মিজওয়ান মেতে গেল গ্ল্যামারে][আরও পড়ুন:শেষমেশ একসাথে রণবীর-দীপিকা! মিজওয়ান মেতে গেল গ্ল্যামারে]

স্বামী অগ্নিবেশের দাবি ছিল ,ফিল্মে জোহরের দৃশ্যটি ভয়ঙ্কর। এই দৃশ্য ছেঁটে ফেলা হোক, কারণ এতে এই প্রথাকে বড় করে দেখা হয়েছে। যার ফলে এই প্রথার পথে হাঁটতে মানুষকে উস্কানি দেওয়া হচ্ছে বলে মনে হয়েছে স্বামী অগ্নিবেশের। আর সেই মর্মে তিনি ছবির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। এদিকে, সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিয়েছে, একবার সিপিএফসি কোনও ছবি যদি মুক্তি দেওয়ার জন্য ছাড়পত্র দেয়, তারপর আর দৃশ্য ছাঁটাই করা যায় না।

এর আগে, গত ১৮ জানুয়ারি সুপ্রিম কোর্ট 'পদ্মাবত'কে দেশের সমস্ত রাজ্য়ে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। যে সমস্ত রাজ্যে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা কার হয়,সেখানে থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও জানায়। এরপর ২৫ জানুয়ারি 'পদ্মাবত' দেশ জুড়ে মুক্তি পায়। মুক্তির দিনও দেশের বিভিন্ন জায়গায় অগ্নিগর্ভ পরিস্থিতি দেখা দেয়। মূলত, ছবির কিছু দৃশ্য নিয়ে আপত্তি ছিল রাজপুতকর্নি সেনার। আরসেই মর্মেই যাবতীয় বিরোধ ও আইনি জটিলতা পেরিয়ে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ছবিটি মুক্তি পায়।

English summary
Supreme Court dismisses plea by Swami Agnivesh to delete scenes in Padmaavat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X