For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর বায়োপিক কি মুক্তি পেতে পারে! শীর্ষ আদালতের নয়া নির্দেশ কমিশনকে

মোদীর বায়োপিক নিয়ে রীতিমত বিতর্ক উস্কে গিয়েছিল বেশ কয়েকদিন ধরেই। গত ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ফিল্মের।

  • |
Google Oneindia Bengali News

মোদীর বায়োপিক নিয়ে রীতিমত বিতর্ক উস্কে গিয়েছিল বেশ কয়েকদিন ধরেই। গত ৫ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল ফিল্মের। তবে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ ঘিরে ছবির বিরুদ্ধে গিয়ে আদালতের দ্বারস্থ হয় বিরোধী শিবির। সেই মর্মে ছবির মুক্তি নির্বাচনের সময় বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। এদিন বিষয়টি নিয়ে একটি নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত।

মোদীর বায়োপিক কি মুক্তি পেতে পারে! শীর্ষ আদালতের নয়া নির্দেশ কমিশনকে

এদিন এই মামলা নিয়ে ফের একবার আদালতের দ্বারস্থ হয় বিরোধী শিবির। আর শীর্ষ আদালত এদিন জানিয়ে দিয়েছে, গোটা ফিল্মটি একবার দেখে , তা নিয়ে পর্যালোচনা করে তারপরই সিদ্ধন্ত নেওয়া হোক মোদীর বায়োপিকের বিষয়ে। কেবলমাত্র ছবির ট্রেলারের ওপর যেন গোটা বিষয়টি না নির্ভর করে। আগামী ১৯ এপ্রিলের মধ্যে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন যেন একটি পদক্ষেপ নেয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

[আরও পড়ুন: ১৮ এপ্রিলের দ্বিতীয় দফা মায়াবতীর কাছে মাছের চোখ; বিজেপির সাম্রাজ্যে আঘাত হানার মোক্ষম সুযোগ ওই দিন][আরও পড়ুন: ১৮ এপ্রিলের দ্বিতীয় দফা মায়াবতীর কাছে মাছের চোখ; বিজেপির সাম্রাজ্যে আঘাত হানার মোক্ষম সুযোগ ওই দিন]

উল্লেখ্য, অনেকেই মনে করেছিল ৫ এপ্রিল ছবির মুক্তি বাতিল হতেই ১২ এপ্রিল ছবি মুক্তি পাবে। কিন্তু ছবি মুক্তির ঠিক ২৪ ঘণ্টা আগে বিবেক ওবেরয় অভিনীত 'পিএম মোদী'র মুক্তি রদ করে দেয় নির্বাচন কমিশন। এবার দেখবার গোটা বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

[আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গ! ২ য় দফার আগে যোগী-মায়াবতীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিশনের][আরও পড়ুন: নির্বাচনী বিধিভঙ্গ! ২ য় দফার আগে যোগী-মায়াবতীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা কমিশনের]

[আরও পড়ুন: নববর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বার্তা দিলেন লকেট! বিশেষ সাক্ষাৎকারে যা বললেন বিজেপি নেত্রী][আরও পড়ুন: নববর্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে কী বার্তা দিলেন লকেট! বিশেষ সাক্ষাৎকারে যা বললেন বিজেপি নেত্রী]

English summary
Supreme Court asks Election Commission to watch PM Narendra Modi biopic and review its decision.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X