For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপারহিট বলিউড মুভির রিমেক করা হয় তামিল তেলুগু-তে, তালিকায় রয়েছে কাদের নাম

সুপারহিট বলিউড মুভির রিমেক করা হয় তামিল তেলুগু-তে,তালিকায় রয়েছে কাদের নাম

  • |
Google Oneindia Bengali News

মুন্না ভাই M.B.B.S এবং শঙ্কর দাদা M.B.B.S(তেলেগু),ভাসুল রাজা M.B.B.S(তামিল)

মুন্না ভাই M.B.B.S.ভক্তদের প্রিয় কমেডি মুভিগুলির তালিকায় রয়েছে এই সিনেমাগুলি। এই মুভিটির মধ্য় দিয়ে সঞ্জয় দত্ত,আরও একবার নিজের আভিনয় দক্ষতা প্রমাণ করেছে।

হাস্য়রসে ভরপুর এই সিনেমাটি বক্স অফিসে আলোড়ন তুলেছে। কাহিনিবিন্য়াস,গান,সংলাপ দর্শকদের নজর আটকে রেখেছে পর্দায়। এই ছবিটির একবার নয় চারবার রিমেক হয়েছে। আঞ্চলিক ভাষায় নির্মিত সিনেমাগুলি দর্শকদের মুখে হাসি ধরে রাখতে সখম হয়েছে।

লাভ আজ কাল থেকে তিন মার (তেলেগু)

লাভ আজ কাল থেকে তিন মার (তেলেগু)

লাভ আজ কাল, পরিচালক ইমতিয়াজ আলির বলিউড জার্নির প্রথম দিকের সিনেমা। মুভিটি প্রাথমিকভাবে সেরা হয়ে উঠতে না পারলেও দর্শকরা এটিকে টেলিভিশন এবং O.T.T-তে পছন্দ করতে শুরু করে। পবন কল্যাণ অভিনীত লাভ আজ কালের রিমেক তিন মার একই পরিণতির মধ্য দিয়ে গেছে। কিন্তু দুটি সিনেমাই ইন্ডাস্ট্রিতে পরিচয় গড়তে সখম হয়েছে ।

ওহ মাই গড থেকে গোপাল গোপালা (তেলেগু)

ওহ মাই গড থেকে গোপাল গোপালা (তেলেগু)

ও.এম.জি.- ওহ মাই গড! মুভিটি মুক্তি পাওয়ার পর,চিত্রনাট্য়ের কাহিনি বিতর্কের সৃষ্টি করেছিল।

কিন্তু, তারপরেও পরিচালকের অসাধারন নির্দেশনায় এবং দখ অভিনয়ে সিনেমাটি ভক্তদের মনে জায়গা করে নেয়।

সিনেমায় কাঞ্জি লালজি মেহতা একটি আইকনিক চরিত্রে পরিণত হয়। পরবর্তীতে ওহ মাই গড থেকে তেলেগু ভাষায় গোপালা গোপালা নির্মিত হয়।

দুটি ছবিই খুব স্মরণীয় এবং বাস্তবের সঙ্গে মিল রেখে যুক্তিপূর্ণ দৃষ্টিভঙ্গি ব্য়াক্ত করে।

দাবাং থেকে গব্বর সিং (তেলেগু)

দাবাং থেকে গব্বর সিং (তেলেগু)

দাবাং হল বলিউডের সর্বোচ্চ আয়কারী পুলিশ-মসলা ফ্লিক। চুলবুল পান্ডে হিসেবে সালমান খান সব দিক থেকেই অনন্য ছিলেন। লোকেরা এই ছবিটি পছন্দ করেছিল, এবং পরবর্তীতে সুপারস্টার পবন কল্যাণ অভিনীত এই মসলা ফিল্মটি তেলেগুতে পুনঃনির্মাণ করা হয়েছিল। দাবাং-এর মতোই গাব্বরও তার ভক্তদের পছন্দের তলিকায় জায়গা করে নেয়।

 লাগে রাহো মুন্না ভাই থেকে শঙ্কর দাদা জিন্দাবাদ (তেলেগু)

লাগে রাহো মুন্না ভাই থেকে শঙ্কর দাদা জিন্দাবাদ (তেলেগু)

মুন্না ভাই M.B.B.S এর পরে এবং এর চারটি রিমেকের পরে, সিক্যুয়ালটি আমাদের অজানা নয়। লাগে রাহো মুন্না ভাইও বক্স অফিসে আলোড়ন তৈরি করেছে। আর শঙ্কর দাদা জিন্দাবাদ একই গল্পের তেলেগু রিমেক।

 পিঙ্ক থেকে ভাকিল সাব (তেলেগু) এবং নেরকোন্ডা পারভাই (তামিল)

পিঙ্ক থেকে ভাকিল সাব (তেলেগু) এবং নেরকোন্ডা পারভাই (তামিল)

পিঙ্ক চলচ্চিত্রটি জনগনের কাছে একটি বিশেষ বার্তা প্রদান করে। আজও অমিতাভ বচ্চনের ডায়লগ 'না মানে না' ব্যাপক প্রভাব ফেলে। এই ধরনের চলচ্চিত্র সমাজের জন্য় অপরিহার্য ছিল। তেলেগু এবং তামিল ইন্ডাস্ট্রি পিঙ্কের রিমেক তৈরি করে সমানভাবে প্রশংসা কুড়িয়েছে।

করিনা কাপুর থেকে সাবানা আজমি, বলিউডের এই সৎ মায়েদের সম্পর্কে জেনে নিনকরিনা কাপুর থেকে সাবানা আজমি, বলিউডের এই সৎ মায়েদের সম্পর্কে জেনে নিন

English summary
superhit bollywood movies remade in telugu language
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X