For Quick Alerts
For Daily Alerts
সাহসী পোশাকে ভেজা চুলে স্নান সেরে উঠে আসছেন সানি! রইল সেই সাহসী ছবি
মুম্বই: সানি লিওন মানেই উষ্ণতা। নেট দুনিয়ায় সানি লিওনের ছবির ভক্তের সংখ্যা অনেক।
তাই সোমবারের কর্মব্যস্ত সকালে স্বাভাবিকভাবেই তাঁর ছবি মনসংযোগ নষ্ট করেছে অনেকেরই।

সানি লিওনের ইনস্টা হ্যান্ডেল ভরে গিয়েছে উষ্ণ ছবিতে
সানি লিওনের ইনস্টা হ্যান্ডেল ভরে গিয়েছে উষ্ণ ছবিতে। গত কয়েকদিনে একের পর এক উষ্ণ ছবি শেয়ার করেছেন তিনি। সম্প্রতি আরও বেশ কয়েকটি ছবি তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। যা দেখে রীতিমত উষ্ণ স্রোত বয়ে যেতে বাধ্য।

সুইমিং পুল থেকে উঠছেন হলুদ বিকিনিতে
সুইমিং পুল থেকে হলুদ বিকিনি পরে উঠে আসছেন তিনি। কাঁধে পড়ে ভেজা চুল। যে কোনও পুরুষ হৃদয়কে দোলা দিতে বাধ্য সেই ছবি
সানির আরও হট এন্ড সেক্সি ছবি দেখতে ক্লিক করুন

মানডে ডিসট্রাকশন
ক্যাপশনে নিজেই লিখেছেন, 'মানডে ডিসট্রাকশন।' অর্থাৎ তাঁর ওই ছবি দেখে যে অনেকেই বিচলিত হবেন , তে তিনি নিজেও জানেন।
সানির আরও হট এন্ড সেক্সি ছবি দেখতে ক্লিক করুন