For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানির কাছে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে উদ্ধার সানির! ঘটনা শুনে ধর্মেন্দ্রর প্রতিক্রিয়া কী

পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদ তথা বলিউড স্টার সানি দেওল ফের খবরে। সানির উদ্যোগে কুয়েত থেকে উদ্ধার হয়েছেন এক ভারতীয় মহিলা।

  • |
Google Oneindia Bengali News

পাঞ্জাবের গুরুদাসপুরের বিজেপি সাংসদ তথা বলিউড স্টার সানি দেওল ফের খবরে। সানির উদ্যোগে কুয়েত থেকে উদ্ধার হয়েছেন এক ভারতীয় মহিলা। যে মহিলাকে কুয়েতে কাজের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে এক পাকিস্তানির কাছে বিক্রি করে দেয় প্রতারক। ঘটনার কথা জানতে পেরেই সানি দেওল ব্যবস্থা নেন। উদ্ধার হন সেই মহিলা। ঘটনার কথা জানতে পেরে সানির সাফল্যে বাবা ধর্মেন্দ্র উচ্ছ্বসিত হয়ে পড়েন।

পাকিস্তানির কাছে বিক্রি হয়ে যাওয়া মহিলাকে উদ্ধার সানির! ঘটনা শুনে ধর্মেন্দ্রর প্রতিক্রিয়া

সানি কয়েকদিন আগেই কার্তারপুর করিডরে গিয়েছিলেন। সেখানে মহিলার পরিবার সানির থেকে সাহায্য চেয়েছিলেন। পরিবারের তরফে জানানো হয়েছিল যে, তাঁদের পরিবারের সন্তান বীণা দেবীকে চাকরির লোভ দেখিয়ে প্রতারণা করা হয়। এরপর থেকে মহিলার খোঁজ মেলেনি। ঘটনা শুনেই তৎপর হন সানি। কানাডা ও কুয়েতের দুটি সমাজসেবী সংস্থার সাহায্য নিয়ে মহিলাকে ঘরে ফিরিয়ে দেন সানি দেওল। এই ঘটনার কথা জানতে পেরে ধর্মেন্দ্র গর্বে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ছেলের সাফল্যে টুইট পোস্টও করেন এই বলিউড তারকা।

প্রসঙ্গত, সানি বলেছেন, 'যেভাবে আমার বাবা অটলজির সঙ্গে সংযুক্ত ছিলেন , সেভাবে আমি মোদীজির হাত ধরেছি। বিজেপি পরিবারের জন্য যা করতে করা যাবে, তাইই করব আমি। আমি কথা বেশি বলব না। কাজের মাধ্যমে আমি কথা বলব।' প্রসঙ্গত ধর্মেন্দ্র স্ত্রী হেমা মালিনীও বিজেপির মথুরার সাংসদ।

English summary
actor-turned-politician Sunny Deol, who is an MP from Gurdaspur, recently lent his help in the rescue of a 45-year-old woman from Kuwait, named Veena Bedi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X