For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গদর ফিল্মটা স্টার ওয়ার্সের মতো'! দাবি সানি দেওলের

সানি দেওল এই মুহূর্তে দেশের একজন স্বনামধন্য তারকাই নন, তিনি পাঞ্জাবের গুরুদাসপুরের একজন সাংসদও। সানি রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই , তাঁর অভিনীত 'গদর' ছবিতে ভারত পাকিস্তানের সম্পর্ক আর সানির বর্তমান

  • |
Google Oneindia Bengali News

সানি দেওল এই মুহূর্তে দেশের একজন স্বনামধন্য তারকাই নন, তিনি পাঞ্জাবের গুরুদাসপুরের একজন সাংসদও। সানি রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই , তাঁর অভিনীত 'গদর' ছবিতে ভারত পাকিস্তানের সম্পর্ক আর সানির বর্তমান অবস্থান নিয়ে বিস্তর আলোচনা হয়। কয়েকটি ক্ষেত্রে 'খোরাক' হয়েও উঠে আসেন সানি। তবে এবার এই ব্লকবাস্টার ছবি নিয়ে এক মন্তব্যের জেরে ফের খবরে সানি।

গদর ফিল্মটা স্টার ওয়ার্সের মতো! দাবি সানি দেওলের

সানি দেওল সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'গদর' ছবিটি আরও একবার তৈরি হলে খুব ভালো হবে। এরপরই সানির দাবি, 'গদর আমার কাছে অনেকটা স্টার ওয়ার্স এর মতো। গোটা দেশ দেখেছিল। মানুষ এটাকে ইন্দো-পাক ফিল্ম বলে দাবি করেছে। তবে আমার কাছে এটা ছিল প্রেম কাহিনি।' এরপরই তিনি বলেন, ভালো চিত্রনাট্য থাকলে এই ফিল্মের পরবর্তী ফ্র্যাঞ্চাইসি আসতে পারে।

ফাস্ট ফুডের সঙ্গে ফিল্মের তুলনা ক রে এদিন সানি দেওল বলেন, ' আমি পুরনো দিনের ছবির প্রশংসাও করি না, আবার বর্তমান যুগের ছবির সমালোচনাও করছি না। আমি বলছি যে , ফিল্মকে ফাস্ট ফুডের মতো করে দেওয়াটা ঠিক নয়। সবাই হিট ছবি চায়, তবে মন দিয়ে ছবি তৈরির দিকে নজর দেয়না। .. '

[আরও পড়ুন:'বচ্চন' নন, 'শ্রীবাস্তব' ছিলেন অমিতাভরা! জাতপাত নিয়ে কোন কারণে পদবী বদল, জানালেন তারকা ][আরও পড়ুন:'বচ্চন' নন, 'শ্রীবাস্তব' ছিলেন অমিতাভরা! জাতপাত নিয়ে কোন কারণে পদবী বদল, জানালেন তারকা ]

English summary
When it comes to Sunny Deol's iconic films, 'Gadar: Ek Prem Katha' definitely has a place on the list. From the actor's iconic 'hand pump scene' to memorable songs, the film was a huge blockbuster when it released and also was one of the few movies to enter the 100-crore club, which was quite a huge feat back then.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X