For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তমকে ছাপিয়ে সুচিত্রা পেয়েছিলেন চমকপ্রদ পারিশ্রমিক! মহানায়িকার প্রয়াণদিবসে ফিরে দেখা স্মৃতির পাতা

গোটা ইন্ডাস্ট্রি তাঁকে 'ম্যাডাম' নামে সম্বোধন করত। রমা সেন থেকে সুচিত্রা ও তৎপরবর্তীকালে 'ম্যাডাম' আখ্যা পেতে জীবনযুদ্ধের একাধিক অধ্যায় পেরিয়ে এসেছিলেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন।

  • |
Google Oneindia Bengali News

গোটা ইন্ডাস্ট্রি তাঁকে 'ম্যাডাম' নামে সম্বোধন করত। রমা সেন থেকে সুচিত্রা ও তৎপরবর্তীকালে 'ম্যাডাম' আখ্যা পেতে জীবনযুদ্ধের একাধিক অধ্যায় পেরিয়ে এসেছিলেন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন। সাফল্য, জনপ্রিয়তার একের পর এক সিঁড়ি যেমন চলেছেন তেমনই ফ্ল্যাশবাল্ব, ক্যামেরার ঝলকানির আড়ালে ছিল ব্যক্তিগত জীবনের এক ধূসর লড়াই! সমস্ত ঝড় সামলে পর্দার সুচিত্রা কিন্তু ছিলেন একই রকম মোহময়ী তথা দক্ষ অভিনেত্রী। বাংলার সর্বকালের সেরা অভিনেত্রীর প্রয়াণ দিবসে নজর রাখা যাক স্মৃতির পাতায়...

সুচিত্রা সেনের ডাকনাম

বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণকারী সুচিত্রার ভালোনাম ছিল রমা সেন। তবে বাড়িতে তিনি আদরের কৃষ্ণা নামেই পরিচিত ছিলেন। 'সাত নম্বর কয়েদি' ছবিতে অভিনয়ের সময়ে তাঁকে সহ পরিচালক নীতীশ রায় নাম দেন 'সুচিত্রা সেন'। তারপর এই নামেই বাংলা চলচ্চিত্রের মহানায়িকাকে চিনেছে গোটা দুনিয়া। সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে এদিন শ্রদ্ধার্ঘ উঠে এসেছে চলচ্চিত্র মহল থেকে।

দীর্ঘদিন বাদে ক্যামেরার সামনে!

চলচ্চিত্র থেকে বিদায় নেওয়ার দীর্ঘ বছর পর কেবলমাত্র ভোটার কার্ডের ছবির জন্য প্রকাশ্যে আসেন সুচিত্রা। বর্ষীয়াণ সুচিত্রার সেই ছবি প্রকাশ্যে আসে ১৯৯৫ সালে। এদিন তাঁর মৃত্যু বার্ষিকীতে তরুণী সুচিত্রার একাধিক ছবির কোলাজ বানিয়ে শ্রদ্ধাবার্তা উঠে আসে টুইটারে।

পাওলি দামের শ্রদ্ধার্ঘ

'মহানায়ক' সিরিয়ালে পাওলিকে বেছে নেওয়া হয়েছিল সুচিত্রা সেনের চরিত্রের জন্য। পাওলি এদিন মহানায়িকার জন্মদিনে একটি মন ছুঁয়ে নেওয়া টুইট বার্তা দেন।

অল ইন্ডিয়া রেডিওর শ্রদ্ধার্ঘ

মস্কো ফিল্ম ফেস্টিভালে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে সেরা অভিনেত্রীর সম্মানে ভূষিত হন সুচিত্রা। সেই কাহিনির স্মৃতি উস্কে এদিন টুইট বার্তায় শ্রদ্ধা জানায় 'অল ইন্ডিয়া রেডিও'।

স্যার বলে ডাকতেন গুলজার!

একটা সময় যখন গোটা বাংলা ইন্ডাস্ট্রি তাঁরে ম্যাডাম তকমায় সম্মান দিতেন, তখন বলিউডের বিখ্যাত পরিচালক গুলজার তাঁকে 'স্যার' বলে সম্মান দিতেন।

১৭ জানুয়ারি প্রয়াণ দিবস

২০১৪ সালের ১৭ জানুায়ারি জীবনাবসান হয় এই জনপ্রিয় অভিনেত্রীর। রাষ্ট্রীয় সম্মানে তাংর শেষকৃত্য সম্পন্ন হয়।

'বিপাশা' ছবিতে বেশি পারিশ্রমিক!

উত্তম কুমারের সঙ্গে 'বিপাশা' ছবিতে অভিনয় করেন সুচিত্রা। সেই কালজয়ী ছবির জন্য মহানায়ক উত্তম কুমার ৮০ হাজার টাকা পারিশ্রমিক পেলেও , সুচিত্রা পেয়েছিলেন ১ লাখ টাকা পারিশ্রমিক।

English summary
Suchitra Sen death Anniversery , here are some unknown facts and remembrance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X