যৌন হেনস্থা ইস্যু: প্রতিবাদে এই পদক্ষেপ নিলেন আমির
পরিচালক সুভাষ কাপুরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠায়, এবার তাঁর ছবি প্রযোজনা থেকে সরে এলেন বলিউড তারকা আমির খান। উল্লেখ্য, প্রয়াত গায়ক গুলশন কুমারের বায়োপিক 'মোগুল' ছবিটি পরিচালনা করছেন সুভাষ।

এর আগে, টুইটারে সুভাষের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন গীতা ত্যাগী। এই অভিযোগ তিনি জানান আমিরের স্ত্রী কিরণের কাছে। তারপর থেকে ফিল্ম থেকে সরে আসেন আমির খান। ছবিতে প্রযোজনার পাশাপাশি আমিরের অভিনয় করার কথা ছিল। তবে অভিনেতা ও প্রযোজক দুটি দিক থেকেই সরে আসেন আমির। উল্লেখ্য, একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় গীতা ত্যাগী সুভাষের স্ত্রীয়ের সামনে তাঁর যৌন হেনস্থার কথা ফাঁস করছেন। পাশাপাশি ওই ভিডিওতে তাঁকে দেখা যায় তিনি সুভাষকে থাপ্পড় মারতে। যা ঘিরে রীতিমত হইচই পড়ে যায়।
যদিও ঘটনার প্রেক্ষিতে , আমিরের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সুভাষ। পাশাপাশি কিরণ রাওয়ের তরফে জানান হয়েছে, আমির খান প্রোডাকশন কখনওই বরদাস্ত করে না কোনও রকমের যৌন হেনস্থা । জানানো হয়েছে, আমির খান প্রোডাকশন নিন্দা করে এমন ব্যবহারের।