For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় প্রাণ হারালেন ‘স্টার ওয়ার্স’ খ্যাত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক

করোনায় প্রাণ হারালেন ‘স্টার ওয়ার্স’ খ্যাত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক

  • |
Google Oneindia Bengali News

ফের করোনার থাবা হলিউডে। ইটালিয়ান অভিনেত্রী লুসিয়া বোস, হলিউড অভিনেতা মার্ক ব্লুমের পর এবার করোনায় প্রাণ হারালেন 'স্টার ওয়ার্স’ খ্যাত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক। তাঁর মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে গোটা হলিউড মহলেই।

৭৬ বছর বয়সে করোনায় মৃত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক

৭৬ বছর বয়সে করোনায় মৃত অভিনেতা অ্যান্ড্রু জ্যাক

মৃত্যুকালে স্টার ওয়ার্স' খ্যাত অ্যান্ড্রুর বয়স হয়েছিল ৭৬ বছর। অ্যান্ড্রুর মুখপাত্র জিল ম্যাককুলঘ জানান, মৃত্যুর মাত্র দুদিন আগে তার শরীরে করোনার হৃদিশ মেলে। তারপর, লন্ডনের একটি হাসপাতালে বুধবার সকালে মৃত্যু হয় তাঁর। জিল আরও জানান, টেমসের অন্যতম পুরনো হাউসবোটেই থাকতেন অ্যান্ড্রিউ জ্যাক। ভীষণরকম স্বাধীনচেতা ব্যক্তি হলেও স্ত্রী গ্যাব্রিয়েলাকে ভীষণই ভালবাসতেন তিনি।

অ্যান্ড্রু পত্নী গ্যাব্রিয়েলাও বন্দী কোয়ারেন্টাইনে

অ্যান্ড্রু পত্নী গ্যাব্রিয়েলাও বন্দী কোয়ারেন্টাইনে

দুঃখের ব্যাপার শেষ শয্যাতেও পত্নীকে চোখের দেখাও দেখতে পাননি অ্যান্ড্রু। গ্যাব্রিয়েলা এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত সপ্তাহেই নিউজিল্যান্ড থেকে অস্ট্রেলিয়া ফেরেন গ্যাব্রিয়েলা। স্বামীর মৃত্যুর সংবাদ শুনে সোশ্যাল মিডিয়াতেই শোকবার্তা জানিয়েছেন গ্যাব্রিয়েলা, লিখেছেন " যন্ত্রণা সইতে হলনা তাকে, তিনি নিশ্চিন্তে যেতে পারলেন, উনি জানেন ওঁর পরিবারের সকলেই যে ওঁর সঙ্গে ছিল এবং থাকবে।"

অ্যান্ড্রুবিয়োগে হলিউড জুড়ে বিশাল শূন্যতা

অ্যান্ড্রুবিয়োগে হলিউড জুড়ে বিশাল শূন্যতা

জানা যাচ্ছে, মৃত্যুর আগে পর্যন্তও নিজেকে ব্যাটম্যান ছবির জন্য প্রস্তুত করছিলেন অ্যান্ড্রু জ্যাক। স্টার ওয়ার্স সিরিজের দ্য ফোর্স অ্যাওকেন্স ও দ্য লাস্ট জেডিতে মেজর ক্যালুয়ান এমাটের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু জ্যাক। ১৯৯২ সালে চ্যাপলিনে রবার্ট ডাউনি জুনিয়র, ১৯৯৫ সালে গোল্ডেন আই ছবিতে পিয়ার্স ব্রসনানের সঙ্গেও অভিনয় করেছেন অ্যান্ড্রু। তাঁর ব্যক্তিত্ব এবং মাথা ভরতি সাদা চুল তাকে নজর কাড়ত আট থেকে আশির। অভিনয়ের পাশাপাশি তিনি ছিলেন একজন ভাষাবিদ ও। তাঁর হঠাৎ প্রয়াণে ইতিমধ্যেই বিরাট শূন্যতা তৈরী হয়েছে হলিউড জুড়ে।

English summary
star wars lead actor andrew jack died of corona virus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X