For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পাইডারম্যান,হাল্ক-এর স্রষ্টা স্ট্যান লি-কে অনবদ্য পোস্ট-এ শ্রদ্ধার্ঘ সোশ্যাল মিডিয়ার

সোমবার মধ্যরাতে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে তাঁর লক্ষ লক্ষ ভক্তের কাছে। কয়েক প্রজন্মের কৈশোর, শৈশবে আগলে রাখা মার্ভেল কমিকসের অন্যতম স্রষ্টা স্ট্যান লি-র জীবনাবসানে শোকাহত গোটা দুনিয়া।

  • |
Google Oneindia Bengali News

সোমবার মধ্যরাতে দুঃসংবাদ ছড়িয়ে পড়ে তাঁর লক্ষ লক্ষ ভক্তের কাছে। কয়েক প্রজন্মের কৈশোর, শৈশবে আগলে রাখা মার্ভেল কমিকসের অন্যতম স্রষ্টা স্ট্যান লি-র জীবনাবসানে শোকাহত গোটা দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় স্ট্যান লি-র গুণমুদ্ধরা নিজের মতো করে শেষ শ্রদ্ধার্ঘ জানিয়েছেন এই কিংবদন্তীকে। এই প্রবাদপ্রতীমের টুইটার হ্য়ান্ডেল-এই কা রয়েছে কোন পোস্ট।

স্ট্যান লি-র টুইটার হ্যান্ডেলের পোস্ট

১৯২২ থেকে ২০১৮ সাল, সফরটা ৯৫ বছরের। আর জীবনের এই সার্থক সফরে ক্রম পর্যায়ে জুড়ে গিয়েছে এক একটি পরিচিতি। কখনও কমিকস লেখর, কখনও সম্পাদ, প্রযোজক, প্রকাশক, একাধিক পরিচিতিতে ক্রমেই জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলেন স্ট্যান লি।আর তাঁর জীবনাবসানের দুঃসংবাদ জানিয়ে স্ট্যান লি-র টুইটার হ্যান্ডেলে উঠে আসে এই পোস্টটি।

কমিকস-এ শ্রদ্ধার্ঘ

স্ট্যান লি-র উদ্দেশে কমিকস-এর পোস্ট-এ শ্রদ্ধার্ঘ জানায় ফেসবুকের 'সাত্রা কমিকস' -এর পেজ।

বিরসা দাশগুপ্তের পোস্ট

স্ট্যান লি-র প্রয়াণে শোকাহত গোটা বিশ্ব। শোকাহত টলিউডের পরিচালক বিরসা দাশগুপ্ত। তিনি তাঁর ফেসবুক পেজ-এ শেয়ার করেছেন একটি অনবদ্য পোস্ট।

স্ট্যান লি-র মন ছুঁয়ে যাওয়া উক্তি

বিভিন্ন সোশ্য়াল মিডিয়া পেজ-এ শেয়ার করা হয়েছে স্ট্যান লি-র এক বিখ্যাত উক্তি। আর সেই পোস্টও শেয়ার কার হচ্ছে বিভিন্ন পেজ-এ।

English summary
Stan Lee passed away at 95, here how social Media pays tribute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X