ফেলুদাকে ফিরিয়ে ওয়েব সিরিজে ইনিংস শুরু করলেন সৃজিত, কেন দুই গল্প নিয়ে ব্যাটিং করবেন পরিচালক জেনে নিন
সৃজিতের কাছে এ যেন স্বপ্ন সত্যি। পরিচালক হওয়ার অনেক আগে বৃদ্ধ ফেলুদা গোয়েন্দাগিরিতে ফিরলে কেমন হত, সেই নিয়ে নাটক করেছিলেন। এরপর পরিচালক হিসেবে বারবার ফেলুদাকে নিয়ে কাজ করতে চাইলেও, নানা বাধায় সুযোগ হয়ে ওঠেনি। এবার লক্ষ্যে পৌঁছলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
|
সৃজিতের প্রথম ওয়েব সিরিজ
ফেলুদাকে ফেরাচ্ছেন সৃজিত। তবে বড়ো পর্দায় নয়, ওয়েব মাধ্যমে ফেলুদা নিয়ে কাজ করতে চলেছেন এই পরিচালক। সম্প্রতি ওয়েব মাধ্যমে ফেলুদাকে নিয়ে দুই সিজনের ওয়েব সিরিজ করেছে আড্ডা টাইমস অ্যাপ। সেই প্ল্যাটফর্মের জন্যই এবার ফেলুদাকে নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। ছয় এপিসোডের ওয়েব সিরিজটির নাম রাখা হয়েছে 'ফেলুদা ফেরত।'প্রসঙ্গত এটাই সৃজিতের প্রথম ওয়েব সিরিজ হতে চলেছে।
|
কোন কোন গল্প থাকতে চলেছে
সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের 'ছিন্নমস্তার অভিশাপ ' ও 'যত কাণ্ড কাটমান্ডুতে', এই দুই গল্প নিয়েই নতুন ওয়েব সিরিজ হতে চলেছে।

চরিত্রাভিনেতা
এই ওয়েব প্ল্যাটফর্মের হয়ে আগের তৈরি ফেলুদায় অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায়, তোপসের ভূমিকায় ছিলেন ঋদ্ধি সেন । সিরিজের পরিচালকের ভূমিকাতেও ছিলেন পরম। সৃজিতের পরিচালকায় তাঁকে এবার দেখার সুযোগ নেই। সেক্ষেত্রে সৃজিতের ফেলুদা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে অনির্বাণ ভট্টাচার্য। এই মুহূর্তে সৃজিতের প্রতিটি ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাঁকে। তিনিই সম্ভবত সৃজিতের ফেলুদা হতে চলেছেন।
হৈচৈ-আড্ডা টাইমস 'ওয়ার'
প্রসঙ্গত এই মুহূর্তে জনপ্রিয় ওয়েব সিরিজ হৈচৈয়ের ব্যোমকেশের ভূমিকায় অভিনয়ের জন্য অনির্বাণ ভট্টাচার্য চুক্তিবদ্ধ রয়েছেন। সেক্ষেত্রে ভেঙ্কটেশের হৈচৈ সঙ্গে চুক্তিতে থাকা অবস্থায় নিশপালের আড্ডা টাইমসের( অর্ধেক মালিকানা) আরেক গোয়েন্দা ফেলুদাতে অনির্বাণ যুক্ত হতে পারেন কিনা, সেটাই এখন দেখার।
|
জটায়ু কে
যে দুই গল্প নিয়ে সৃজিত ওয়েব সিরিজটি করতে চলেছেন দুই গল্পেই জটায়ু রয়েছেন। সৃজিত এক ইন্টারভিউয়ে জানিয়েছেন একেনবাবুতে অভিনয় করে খ্যাতি পাওয়া অনির্বাণ চক্রবর্তীকেই জটায়ু হিসেবে তাঁর সেরা পছন্দ।
মিটুর অভিযোগ, এবারও ইন্ডিয়ান আইডলে বিচারকের ভূমিকায় দেখা যাবে না অনু মালিককে