সৃজিত-মিথিলার বিয়ে আদৌ কি ফেব্রুয়ারিতে হচ্ছে! মুখ খুললেন বাংলাদেশী সেলেব
সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের নামী মডেল রফিয়াৎ মিথিলার বিয়ে নিয়ে দুই দেশের মিডিয়াতেই বেশ তোলপাড়। শোনা গিয়েছিল, প্রাথমিকভাবে আগামী ২২ ফেব্রুয়ারি বিয়ে করতে চলেছেন মিথিলা ও সৃজিত। তবে এই বিষয়ে মিথিলাকে প্রশ্ন করতেই তিনি বাংলাদেশের এক নামী সংবাদপত্রকে জানিয়েছেন,' এটা (বিয়ে) সারপ্রাইজ থাকুক। বিয়ে হতেও পারে নাও হতে পারে। বিয়ে হলে জানতে পারবেন। না হলেও জানতে পারবেন।'

জানা গিয়েছিল, বিয়ের জন্য সৃজিতের পছন্দের সময় হচ্ছে শীতকাল। আর তার জন্যই, ডিসেম্বর কিম্বা ফেব্রুয়ারিতে সৃজিত বিয়ে করতে চলেছেন বলে জানা গিয়েছিল। তবে এবার খবর, ২২ ফেব্রুয়ারি যদি সৃজিত বিয়ে না করেন, তাহলে পিছিয়ে গিয়ে জুন মাসে হতে পারে। কারণ ভেন্যু না পাওয়া গেলে বিয়ে সম্ভব নয় বলে পরিচালক নিজেই জানিয়েছেন।
এছাড়াও পরিচালকের দাবি, ডেস্টিনেশন ম্যারেজও হতে পারে। তবে যদি ডেস্টিনেশন ম্যারেজ হয়, তাহলে সেখানে অনেকেই নিমন্ত্রণ থেকে বাদ পড়তে পারেন। এক্ষেত্রে সৃজিতের যুক্তি 'সবাইকে আমন্ত্রণ জানাতে হবে এমনটা তো নয়'। ফলে শএষমেশ এই বিয়ে কোথায় গিয়ে দাঁড়া সেদিক নজর টলিউডের।