For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান অভিনয়ে ছাপ রেখেছিলেন শিশু বয়স থেকেই, শেষ ছবি 'জিরো'

শিশু বয়সেই ছাপ ফেলেছিলেন ফিল্মি দুনিয়ায়। মাত্র ৪ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ। আর ১৩ বছর বয়সে বলিউড দুনিয়ায়। তাঁর বাবা ছিলেন তামিল, আয়াপ্পান আর মা ছিলেন তেলেগু, রাজেশ্বরী।

  • |
Google Oneindia Bengali News

শিশু বয়সেই ছাপ ফেলেছিলেন ফিল্মি দুনিয়ায়। মাত্র ৪ বছর বয়সে অভিনয় জগতে প্রবেশ। আর ১৩ বছর বয়সে বলিউড দুনিয়ায়। তাঁর বাবা ছিলেন তামিল, আয়াপ্পান আর মা ছিলেন তেলেগু, রাজেশ্বরী। তাঁর এক বোন ছাড়াও ছিল ২ সৎভাই।

শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান অভিনয়ে ছাপ রেখেছিলেন শিশু বয়স থেকেই, শেষ ছবি 'জিরো'

[আরও পড়ুন: শ্রীদেবী অভিনীত সেরা ১০ গান যা চিরস্মরণীয় হয়ে থাকবে]
১৯৬৩ সালের ১৩ অগাস্ট তামিলনাড়ুর শিবকাশিতে জন্ম শ্রীদেবীর। আসল নাম শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান। হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, মালায়লাম এবং কানাডা ছবিতে অভিনয় করেছেন তিনি। অভিনয় জগতে ভারতীয় মহিলাদের মধ্যে তিনিই প্রথম সুপারস্টার।

চার বছর বয়সে তামিল ছবি থুনাইভানে অভিনয় দিয়ে অভিনয় জগতে প্রবেশ। তামিল, তেলেগু, মালায়লাম এবং কানাডা ছবিতে শিশু শিল্পী হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৭৫-এ শিশু শিল্পী হিসেবে জুলি ছবিতে অভিনয় দিয়ে বলিউডে প্রবেশ করেন শ্রীদেবী। আর প্রাপ্ত বয়স্কের অভিনয় করেন ১৯৭৬ সালে ১৩ বছর বয়সে তামিল ছবি মুন্দ্রু মুদিচুতে। তামিল এবং তেলেগু সিনেমায়ও যথেষ্ট ছাপ রেখে গিয়েছেন শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান।

১৯৭৮ সালে সলভা সাওয়ান ছবিতে অভিনয় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। ১৯৮৩-তে হিম্মতওয়ালা ছবিতে অভিনয় সাধারণের মধ্যে ছাপ ফেলেছিল। তাঁর অভিনীত বাণিজ্যিক ভাবে সফল ছবিগুলির মধ্যে রয়েছে মাওয়ালি(১৯৮৩), তোফা(১৯৮৪), নয়া কদম( ১৯৮৪). মাকসদ(১৯৮৪), মাস্টারজি(১৯৮৫), নজরানা(১৯৮৭), মিস্টার ইন্ডিয়া( ১৯৮৭), ওয়াকত কি আওয়াজ( ১৯৮৮), চাঁদনি( ১৯৮৯)। তাঁর অন্য সফল বাণিজ্যিক ছবিগুলির মধ্যে রয়েছে, সদমা(১৯৮৩), নাগিনা(১৯৮৬), চালবাজ(১৯৮৯), লামহে(১৯৯১), খুদা গাওয়া(১৯৯২), গুমরা(১৯৯৩), লাডিয়া(১৯৯৪), জুদাই(১৯৯৭)।

মাঝে ১৫ বছরের দীর্ঘ সময় চলচ্চিত্র জগত থেকে সরে যাওয়া। এরপর ২০১২ সালে ইংলিশ ভিংলিশ ছবিতে অভিনয় দিয়ে ফের অভিনয় জগতে।

শেষ অভিনয় করেছেন শাহরুখ খানের জিরো ছবিতে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ডিসেম্বরে।

পাঁচটি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন শ্রীদেবী। ২০১৩ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান দেয়।

আশির দশকে মিঠুন চক্রবর্তীর সঙ্গে ভালবাসার সম্পর্কে জড়িয়েছিলেন শ্রীদেবী। রাকেশ রোশনের 'জাগ উঠ ইনসান' ছবির সেটে সম্পর্কের কথা উঠে এসেছিল। এরপর দুজনে লুকিয়ে বিয়েও করেন বলে জানা যায়। মিঠুন চক্রবর্তী ঘটনার কথা স্বীকার করে তাঁদের ম্যারেজ সার্টিফিকেট প্রকাশ করেছিলেন বলে খবর।

১৯৯৬-এ বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তাঁদের দুই কন্যা সন্তানও রয়েছে জাহ্নবি এবং খুশি।

[আরও পড়ুন:চলে গেলেন বলিউডের 'চাঁদনি', টুইটারে শোক জ্ঞাপন প্রিয়াঙ্কা চোপড়া থেকে প্রীতি জিন্টার][আরও পড়ুন:চলে গেলেন বলিউডের 'চাঁদনি', টুইটারে শোক জ্ঞাপন প্রিয়াঙ্কা চোপড়া থেকে প্রীতি জিন্টার]

English summary
Sridevi has starred in Tamil, Telugu, Hindi, Malayalam, Kannada and Hindi film. She continued to act as a child artist in Tamil, Telugu, Hindi, Malayalam, Kannada and Hindi films
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X