হাঁটু মুড়ে বসে, হাতে হিরের আংটি নিয়ে কাকে বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা মিত্র
এককথায় বলতে গেলে বলতে হয় নিজেই নিজের প্রেমে পড়েছেন টলি অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ছোটবেলায় মা–ঠাকুমার কাছে শোনা রাজকুমারীর গল্পে আর তাঁর বিশ্বাস নেই, প্রথম বিয়ে ভাঙার পর আর কারোর পথ চেয়ে তিনি বসে থাকতে রাজি নন। শ্রীলেখা মিত্রর জীবনে এখন তিনি সবচেয়ে বড় হিরো। আর তাই তো হাঁটু মুড়ে আয়নার সামনে বসে, হাতে হিরের আংটি নিয়ে নিজেকেই প্রশ্ন করলেন, 'উইল ইউ ম্যারি মি’?

বরাবরই দুঃসাহসিকতার তকমা পেয়ে এসেছেন শ্রীলেখা। সিনেমার বহু চরিত্রের মতোই তাঁর জীবনেও নানান রং। নিজের জীবন কথাকে ভক্তদের কাছে উজাড় করতেই শ্রীলেখা তাঁর ইউটিউব চ্যানেল খোলেন। তাঁর সাম্প্রতিক ভিডিওতে তিনি জানিয়েছেন যে নিজের পর্দায় করা চরিত্রগুলি ঘুরেফিরে এসেছে তাঁর জীবনে। কোনও কোনও চরিত্রের সঙ্গে তিনি নিজেকে মেলাতে পেরেছেন। জীবনের ওঠাপড়া নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই। ব্যক্তিগত জীবনের চড়াই–উৎরাই পেরিয়ে আজ শ্রীলেখা অনেক পরিণত। তাই তাঁর সংসার ভাঙার গল্পও অকপটে বলতে পেরেছেন।
শ্রীলেখা ভিডিওতে জানিয়েছেন যে ছোটবেলা থেকে মেয়েদের যে বোঝানো হয় তাঁরা অসহায় এবং বাঁচতে গেলে পুরুষের প্রয়োজন, এই ভাবনাটাই তিনি ভাঙতে চান। তবে কি শ্রীলেখার জীবনে কোনওদিন প্রেম আসবে না? ভিডিওতে শ্রীলেখা বলেছেন, 'আমার কাউকে চার মিনিটের জন্যও ভাল লাগতে পারে। ভাল লাগা বা ভালবাসা যে কোনও সময় হতে পারে। কুকুরকে ভালবাসা যায়, বন্ধুকে ভালবাসা যায়, আরও কত কাউকেই তো ভালবাসা যায়। ভালবাসব, কিন্তু আর বিয়ে করব না। কারণ আমি নিজেকে নিয়ে বিয়ে করে নিয়েছি।’
বর্তমানে অভিনেত্রী ওটিটি প্ল্যাটফর্ম, তাঁর পোষ্য এবং কাজের প্রেমে বুঁদ হয়ে দিন কাটাচ্ছেন। ২৪ জানুয়ারি থেকে শুরু করছেন শর্ট ফিল্ম 'বিটার হাফ’-এর শুটিং। পরিচালনার সঙ্গে সেখানে অভিনয়ও করেছেন শ্রীলেখা।
