কেন একজোট হলেন সৌরভ-শুভশ্রী-জিৎ! জানুন নেপথ্যের ঘটনা
তিন জনেই বাংলার নামী তারকা। আর এই তিন নামী বাঙালি এক ফ্রেমে। তাও আবার এক্কেবারে বাঙালি সাজপোশাকে। তিন গঙ্গোপাধ্যায়ের একজোট হয়ে এমন ছবি তোলা নিয়ে রীতিমত শোরগোল সোশ্যাল মিডিয়ায়। সৌরভ-জিৎ-শুভশ্রী, কোন ঘটনা ঘিরে হঠাৎ একজোট হলেন, প্রশ্ন উঠছিল তা নিয়েই।

রহস্য উন্মোচনে উঠে এল এক গানের কথা, 'গঙ্গোপাধ্যায় বাড়ির পুজোর গান'। এমনই এক ক্যাপশান লিখে সৌরভ ও শুভশ্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করেন জিৎ গঙ্গোপাধ্য়ায়। জানা যাচ্ছে, এক বিজ্ঞাপনের শ্যুটিং এর জন্য একজোটহতে দেখা গেল এই তিন 'গঙ্গোপাধ্যায়'কে। আর সেই বিজ্ঞাপনের শ্যুটিং এর জন্যই নতুন এক গানের সুর বেঁধেছেন সঙ্গীত পরিচালক জিৎ।
Ganguly barir Pujor gaan @SGanguly99 @subhashreesotwe ...@chandrani999 pic.twitter.com/h1f3Uw21Uc
— Jeet Gannguli (@jeetmusic) August 25, 2018
ছবিতে দেখা যাচ্ছে সৌরভ ও জিতের পরনে রয়েছে পাঞ্জাবী। আর শুভশ্রীকে দেখা গেল আঠপৌরে শাড়ির সঙ্গে সোনার গয়না সাবেকী সাজে। সব মিলিয়ে পুজোর আমেজ জমে গিয়েছে এই ছবিটি ঘিরে। এবার অপেক্ষা গানের।