For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার 'উত্তর দেব না'-র পর সৌমিত্রর হুঙ্কার 'এটা অপরাধ'! 'ভবিষ্যতের ভূত' নিয়ে প্রতিবাদ অব্যাহত

কলকাতার মাল্টিপ্লেক্স থেকে মুক্তির একদিনের মাথাতেই সরিয়ে দেওয়া হয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি 'ভবিষ্যতের ভূত'।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার মাল্টিপ্লেক্স থেকে মুক্তির একদিনের মাথাতেই সরিয়ে দেওয়া হয়েছে অনীক দত্ত পরিচালিত ছবি 'ভবিষ্যতের ভূত'। উল্লেখ্য, কলকাতা চলচ্চিত্র উৎসবে নন্দন চত্বরে মমতা বন্দ্য়োপাধ্যায়ের কাট আউট থাকা নিয়ে একটা সময় সরব হয়েছিলেন অনীক দত্ত। তারপর তাঁর ছবি শহর থেকে উধাও হয়ে যাওয়া নিয়ে ক্রমেই ক্ষোভ বাড়ছে চলচ্চিত্র মহলে। এদিন শহর কলকাতার বুকে শিল্পীদের এক প্রতিবাদ সভা থেকে এই নিয়ে গর্জে ওঠেন বাঙালির ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়।

প্রতিবাদী সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রতিবাদী সৌমিত্র চট্টোপাধ্যায়

প্রতিবাদ সভায় এদিন 'ভবিষ্যতের ভূত' ছবিটি বন্ধ করা নিয়ে গর্জে ওঠেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন,'এটা খুব শকিং! এটা অপরাধ।' পাশাপাশি তাঁর দাবি,এখনই যদি এই 'অগণতান্ত্রিক' বিষয়ের প্রতিবাদ না করা যায়, তাহলে আগামীদিনে অবস্থা আরও খারাপের দিকে চলে যাবে।

সব্যসাচী চক্রবর্তীর দাবি

সব্যসাচী চক্রবর্তীর দাবি

এদিনের সভায় সব্যসাচী চক্রবর্তী বেশ কয়েকটি বিষয় তুলে ধরেছেন। তিনি প্রশ্ন তোলেন, পুলিশের যদি ছবি খোঁজ নেওয়ারই থাকত তাহলে তাঁরা কেন সেন্সর বোর্ড থেকে ,তথ্য সংগ্রহ করেননি?পাশাপাশি , সব্যসাচীর প্রশ্ন, প্রশাসনকে কি তাহলে একটি সিনেমাকে ভয় পাচ্ছে? প্রতিবাদ সভা থেকে সব্যসাচীর প্রশ্ন, ছবি নিয়ে কেন ভয় দেখানো হচ্ছে প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে?

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যা বলেছেন

মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে যা বলেছেন

বিভিন্ন মহলের অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশের নির্দেশেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে অনীক দত্ত পরিচালিত 'ভবিষ্যতের ভূত' ছবিটি। এই প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, 'এটা নিয়ে আমি উত্তর দেব না, আমাকে এই নিয়ে প্রশ্ন করবেন না। এটা অন্য ব্যাপার। '

[আরও পড়ুন:'উত্তর দেব না, প্রশ্ন করবেন না, এটা ভিন্ন বিষয় ', 'ভবিষ্যতের ভূত' প্রসঙ্গ এড়ালেন মমতা][আরও পড়ুন:'উত্তর দেব না, প্রশ্ন করবেন না, এটা ভিন্ন বিষয় ', 'ভবিষ্যতের ভূত' প্রসঙ্গ এড়ালেন মমতা]

English summary
Soumitra chatterjee to sabhasachi protests over stopping 'Bhabishayter Bhoot'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X