কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়? তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে কী জানা গেল
তাঁর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। গুণমুগ্ধ থেকে শুভানুধ্যায়ীও প্রচুর। তাই এবাংলা ছাড়িয়ে , ভিন রাজ্য, ভিন দেশ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আরোগ্যের কামনা চলছে। এমন পরিস্থিতিতে সকলেই উদগ্রীব বাঙালির ম্য়াটিনি আইডলের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে। শোনা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন অমিতাভ বচ্চনও।

হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্টেরয়েডের ডোজ কম হতেই তাঁর আচ্ছন্নভাব বাড়ছে। এদিকে, বর্ষীয়ান এই অভিনেতার মস্তিষ্কের চেতনা কমছে বলেও খবর। বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থা একইরকম ছিল। শরীরে হিমোগ্লোবিন কমে যাওয়ায় রক্ত দিতে হয়েছে। শরীরে করোনার দাপট না কমতে প্রবীণ অভিনেতার শারীরিক অবস্থান উন্নতি হচ্ছে না। তবে গত কয়েকদিনে একটু দুর্বল হয়ে পড়েছেন এই প্রবীণ তারকা। জানা যাচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্পিচ থেরাপির চিকিৎসাও শুরু হয়েছে।
তবে স্পিচ থেরাপিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোনও লাভের লাভ হয়নি বলে খবর। এখন তিনি বিপন্মুক্ত হলেও , তাঁর বেশ কিছু চিকিৎসা পরিষেবা চলছে। কিছু ক্ষেত্রে তাঁর কথায় অসলগ্নতা রয়েছে বলেও খবর। প্রসঙ্গত গত ৬ অক্টোবর থেকে করোনা আক্রান্ত হয়ে অসুস্থ বাংলা সিনেমার এই মহীরুহ।
কলকাতা থেকে জেলা - বাংলার দুর্গাপুজোর নানা মুহূর্তের ছবি দেখুন একনজরে