For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার অমিত-লাবণ্যের ভূমিকায় মমতা-সৌমিত্র! আসতে চলেছে 'শেষের গল্প'

তাঁর কণ্ঠে 'শেষের কবিতা' অনেকেই শুনেছেন। সেই আবৃত্তি মন ছুঁয়ে গিয়েছে বহু বাঙালি শ্রোতার। আর এবার খোদ অমিত রায়ের ভূমিকায় বাঙালির ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

তাঁর কণ্ঠে 'শেষের কবিতা' অনেকেই শুনেছেন। সেই আবৃত্তি মন ছুঁয়ে গিয়েছে বহু বাঙালি শ্রোতার। আর এবার খোদ অমিত রায়ের ভূমিকায় বাঙালির ম্যাটিনি আইডল সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু তাই নয়, বাঙালি চলচ্চিত্রপ্রেমীদের পাওনার ঝুলি ভরিয়ে অমিতের লাবণ্যের ভূমিকায় পাওয়া যাবে অভিনেত্রী মমতা শঙ্করকে।

এবার অমিত-লাবণ্য়ের ভূমিকায় মমতা-সৌমিত্র! আসতে চলেছে শেষের গল্প

পরিচালক জিৎ চক্রবর্তীর হাত ধরে এবার রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' রেশ ধরে অন্য ধারায় 'শেষের গল্প' -এ উঠে আসবে। আর সেই 'শেষের গল্প'-এই অমিতের ভূমিকায় থাকছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, সঙ্গে লাবণ্যের ভূমিকায় থাকছেন মমতা শঙ্কর। পরিচালকের দাবি, 'শেষের কবিতা' যেখানে শেষ সেই জায়গা থেকেই অমিক আর লাবণ্যকে নতুন করে আবিষ্কার করতে চলেছে এই ছবি।

[আরও পড়ুন: 'এই জেনরেশনটা আমি আমি করে শেষ হয়ে যাচ্ছে'! জবাব দিল এই মন ছুঁয়ে যাওয়া ভিডিও ][আরও পড়ুন: 'এই জেনরেশনটা আমি আমি করে শেষ হয়ে যাচ্ছে'! জবাব দিল এই মন ছুঁয়ে যাওয়া ভিডিও ]

পরিচালক জিৎ জানাচ্ছেন,ছবির জন্য প্রথমে রাজি হতে চাননি সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে পরে, ছবির স্ক্রিপ্ট পড়ে তিনি অমিতের চরিত্রের জন্য রাজি হন। অন্যদিকে, প্রথম থেকেই লাবণ্যের চরিত্রের জন্য উচ্ছ্বসিত ছিলেন মমতা শঙ্কর। আপাতত বারুইপুরে শ্যুটিং চলছে ছবির। ছবিতে সৌমিত্র, মমতা ছাড়াও রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করছেন জয় সরকার।

[আরও পড়ুন:বিপাকে আয়ুষ্মানের ছবি 'বাধাই হো'! আইনি নোটিসে কী জানাল দিল্লি প্রশাসন ][আরও পড়ুন:বিপাকে আয়ুষ্মানের ছবি 'বাধাই হো'! আইনি নোটিসে কী জানাল দিল্লি প্রশাসন ]

[আরও পড়ুন: 'জসলিনের সঙ্গে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক নেই', বিগবস থেকে বেরিয়ে বোমা ফাটালেন অনুপ ][আরও পড়ুন: 'জসলিনের সঙ্গে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড সম্পর্ক নেই', বিগবস থেকে বেরিয়ে বোমা ফাটালেন অনুপ ]

English summary
Soumitra Chatterjee, Mamata Shankar to play Amit and Labanya in Sesher Galpo.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X