For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়! কিংবদন্তি শিল্পীর স্বাস্থ্যের রিপোর্ট একনজরে

  • |
Google Oneindia Bengali News

অপরিবর্তিত রয়ে গিয়েছে অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়ের স্বাস্থ্যের পরিস্থিতি। তবে স্বস্তির বার্তা হিসাবে জানা যাচ্ছে, তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপাতত বন্ধ। রবিবার তাঁর শরীরে রক্তক্ষরণ শুরু হওয়ার উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে ২৪ ঘণ্টায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর।

কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়! কিংবদন্তি শিল্পীর স্বাস্থ্যের রিপোর্ট একনজরে

গত অক্টোবর মাসের ৬ তারিখ করোনা আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি হন বাংলা চলচ্চিত্রের মহীরুহ। তারপর থেকে করোনার রিপোর্ট নেগেটিভ আসলেও, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরে একাধিক সমস্যা দেখা দিতে থাকে। এদিন, কিংবদন্তি অভিনেতার শারীরিক অবস্থা ঘিরে চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, অভিনেতার রক্তক্ষরণ আপাতত বন্ধ। তবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায়, রক্ত দিতে হয়েছে।

অভিনেতা এখনও রয়েছেন ভেন্টিলেশনে। তবে, রক্তক্ষরণ কোথা থেকে হচ্ছে তাঁর শরীরে, তা জানচতে অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে। তবে শরীরে হিমোগ্লেবিনের মাত্রা নিয়ে চিকিৎসকরা চিন্তায় রয়েছেন। যদিও রবিবার সন্ধ্যের পর থেক অভিনেতার দেহে রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে বলে খবর। তবে জানা গিয়েছে, অভিনেতার রক্তচাপ স্বাভাবিক রয়েছে। হৃদযন্ত্র, ফুসফুসও স্বাভাবিক নিয়মে কাজ করছে বলে জানা যাচ্ছে। তবে তাঁর চেতনা অনেকটাই স্বাভাবিক ছন্দে নেই।

English summary
Soumitra Chatterjee health update on 2 November 2020 in bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X