রেখা-মাধুরী থেকে অনিল আম্বানি, ভোটের লাইনে তারকার মেলা! দেখুন ছবি
গোটা দেশের বিভিন্ন এলাকার সঙ্গে এদিন মুম্বইতেও ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। সকাল হতেই একাধিক সেলেবকে দেখা যায় ভোটের লাইনে। ফিল্ম তারকা আমির খান থেকে শুরু করে প্রিয়ঙ্কা চোপড়া , এদিন ভোট গিতে যান অনেকেই। ভোটের লাইনে তেমনই দেখা যায় শশীকান্ত দাস থেকে শুরু করে অনিল আম্বানিকে।
|
আমিরের ভোট দান
এদিন বান্দ্রায়, সেন্ট অ্য়ানেস হাইস্কুলে ভোট দিতে যান আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও।
|
প্রিয়ঙ্কা চোপড়ার ভোট
ভোট দিয়েছেন দেশের অন্যতম নামী তারকা প্রিয়ঙ্কা চোপড়াও। সেই সেলফিও তিনি পোস্ট করেছেন টুইটারে।
|
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষতেও এদিন জুহুতে তাঁর ভোট কেন্দ্রে ভোট দান করেন। সেই ছবিও এদিন প্রকাশ্যে আসে।
|
উর্মিলার ভোট
বান্দ্রায় ভোট দিলেন মুম্বই উত্তরের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকার। এদিন, তাঁর ভোটদানের ছবিও প্রকাশ্যে আসে।
|
পরেশ রাওয়াল
এদিন, ভিলে পারলেতে ২৫০-২৫৬ বুথে ভোট দেন পরেশ রাওয়াল। সস্ত্রীক এদিন ভোট দিতে যান তিনি।
|
রবি কিষাণ
গোরখপুরের বিজেপি প্রার্থী রবি কিষণ এদিন ভোট দেন গোরেগাঁওতে।
|
শশীকান্ত দাস
আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস এদিন মুম্বইয়ের পেদ্দার রোডে ভোট দেন।
|
রেখা
এদিন মুম্বইয়ে ভোট দিতে যান অভিনেত্রী রেখাও। সেই ছবিও প্রকাশ্যে আসে।
|
অনিল আম্বানি
এদিন মুম্বইয়ের জিডি সোমানি স্কুলে ভোট দেন শিল্পপতি অনিল আম্বানি। সেই ছবিও প্রকাশ্যে আসে।