For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের নয়, সমর্থন কেন্দ্রকে, তাপসী পান্নু–সোনাক্ষী সিনহার তোপের মুখে অক্ষয় কুমার, অজয় দেবগণরা

তাপসী পান্নু–সোনাক্ষী সিনহার তোপের মুখে অক্ষয় কুমার, অজয় দেবগণরা

Google Oneindia Bengali News

কৃষি আইনের বিপক্ষে দিল্লিতে লাগাতার কৃষক প্রতিবাদ চলছে। দেশবাসী তো বটেই আন্তর্জাতিক মহলও সমর্থন করছেন এই কৃষক আন্দোলনকে। মার্কিন পপ তারকা রিহানার টুইট ঘিরে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়েছে। রিহানার টুইটের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলিউডের একাংশের রোষের মুখে পড়লেন অক্ষয় কুমার, অজয় দেবগণের মতো তারকারা।

রিহানার পোস্টকে সমর্থন করেননি অক্ষয়–অজয় দেবগণ

রিহানার পোস্টকে সমর্থন করেননি অক্ষয়–অজয় দেবগণ

তাপসী পান্নু, নির্মাতা ওনির, অভিনেতা অর্জুন মাথুর এবং অন্যান্যরা অজয় দেবগণ ও অক্ষয় কুমারের সরকারের প্রতি সহানুভূতি দেখানোয় সমালোচিত হয়েছেন। টুইটারে চতুর্থ সর্বোচ্চ ১০ কোটির ওপর অনুগামী রয়েছে, সেই পপ তারকা রিহানা এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর শেয়ার করেন, যেখানে লেখা ছিল, '‌২ ফেব্রুয়ারি পুলিশের সঙ্গে প্রতিবাদরত কৃষকদের সংঘর্ষ হওয়ায় ভারত দিল্লিতে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।'‌ রিহানা এরপর ভারত সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, '‌আমরা এটা নিয়ে কেন কথা বলছি না।'‌ তিনি হ্যাশট্যাগ ব্যবহার করেন টুইটে। রিহানার টুইটের পরই সুইডিশ কিশোরী তথা পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ, মার্কিন আইনজীবী মিনা হ্যারিস, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি, আমান্ডা সিরনি, পপ সিঙ্গার জে সিন, ডাঃ জিউস এবং প্রাক্তন পর্ন তারকা মিয়া খলিফাও তাঁর সমর্থন দেখান কৃষক প্রতিবাদে।

অনেক বলিউড ও ত্রিকেট তারকা সরকারের পক্ষে

অনেক বলিউড ও ত্রিকেট তারকা সরকারের পক্ষে

এর ঠিক পরের দিন বহু বলিউড ও ক্রিকেট তারকা ও শীর্ষ মন্ত্রীদের সরকারকে ঘিরে যে উদ্বেগ তার জন্য ভারত তীব্র নিন্দায় মুখর হয়। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়, '‌সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর হ্যাশট্যাগ ও মন্তব্য সঠিক বা কোনওভাবে দায়বদ্ধ নয়। মন্তব্য করার আগে সত্যতা যাচাইয়ের প্রয়োজন।'‌ এরপর সরকারের পক্ষ থেকে ভারত একসঙ্গে এবং প্রচারের বিপক্ষে ভারত লিখে তা হ্যাশট্যাগ দেওয়া হয়। শচিন তেণ্ডুলকর, বিরাট কোহলি, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমার, অজয় দেবগণ, করণ জোহর এবং অন্যান্যরা সোশ্যাল মিডিয়ায় সরকারের পাশে রয়েছেন তা দেখাতে ভারত একসঙ্গে ও ভারত প্রচার বিরুদ্ধ হ্যাশট্যাগ ব্যবহার করেন। এই টুইটগুলির মাধ্যমে দেশের মানুষকে আর্জি জানানো হয়েছে যে নাগরিকরা যেন ভুয়ো প্রচারের ফাঁদে পা না দেন এবং বন্ধুত্বপূর্ণ রেজোলিউশনকে সমর্থন করার জন্য বলেন, নয়ত যে কেউ এসে ভারতের একতার মধ্যে পার্থক্য সৃষ্টি করতে পারে।

 বলিউডের একাংশ সমর্থন করছে কৃষক আন্দোলনকে

বলিউডের একাংশ সমর্থন করছে কৃষক আন্দোলনকে

'‌লজ্জাজনক'‌ ও '‌দুঃখজনক'‌ এই দুই বিশেষণ ব্যবহার করে ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই এই টুইট কাণ্ডের জন্য ওইসব তারকাদের বিরুদ্ধে সরব হন, কারণ ওইসব বলিউড ও ক্রিকেট তারকারা কৃষকদের দুর্দশাগুলিকে স্বীকৃতি দিতে ব্যর্থ হয়েছেন। কৃষকদের প্রতি সোচ্চার হওয়া সমর্থক তাপসী পান্নু সরকারের এই প্রচারের ওপর এক মন্তব্য করে জানিয়েছিলেন যে নীতিবোধকে শক্তিশালী করার দিকে সরকারের মনোনিবেশ করা উচিত। তাপসি লেখেন, '‌যদি একটা টুইট তোমাদের একতার ভিতকে এ ভাবে নাড়িয়ে দেয়, সামান্য ঠাট্টা বিশ্বাসের গোড়ায় আঘাত করে, একটা ছবি বা অনুষ্ঠান যদি ধর্মবিশ্বাসে আঘাত করে, তবে আমার মতে, এখানে সমস্যাটা তোমার। তোমারই উচিত নিজের নীতিবোধের গোড়াটাকে একটু শক্ত করে নেওয়া। যারা এ সব বলছে, তাদের ভুয়ো প্রচারের পুঁথি পড়ানো নয়।'‌ অক্ষয় কুমারের সহ-অভিনেত্রী সোনাক্ষী সিনহাও সমর্থন করেন রিহানার পোস্টকে। কমেডিয়ান-অভিনেতা বীর দাস জানান, রিহান ও থুনবার্গের টুইটকে ঘিরে ভারতীয়দের এত সক্রিয়তা তাঁকে অবাক করেছে। এছাড়াও চিত্র-নির্মাতা ওনির, জুয়েলারি ডিজাইনার ফারহা খান, অভিনেত্রী সায়নী গুপ্তা সকলেই কৃষকদের প্রতি সহানুভূতি দেখিয়ে আন্তর্জাতিক মহলের টুইটকে সমর্থন করেছেন।

 দিল্লিতে কৃষক প্রতিবাদ

দিল্লিতে কৃষক প্রতিবাদ

পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ সহ গোটা দেশের হাজার হাজার কৃষক সরকারের তিনটে কৃষি আইন সংস্কারের দাবি নিয়ে গত ২ মাসের বেশি সময় ধরে দিল্লি সীমান্তে প্রতিবাদে বসেছেন। প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্র‌্যাক্টর প্যারডেকে কেন্দ্র করে রণক্ষেত্রর চেহারা নিয়েছিল দিল্লি। কিন্তু তাও নিজেদের অবস্থান থেকে একচুলও নড়তে নারাজ কৃষকরা।

বিগ বসের বাড়িতে ধুন্ধুমার লড়াই, রাহুল ও আলির বন্ধুত্ব মিথ্যা বললেন রাখি সাওয়ান্তবিগ বসের বাড়িতে ধুন্ধুমার লড়াই, রাহুল ও আলির বন্ধুত্ব মিথ্যা বললেন রাখি সাওয়ান্ত

English summary
sonakshi taapsee lash out at akshay devgn
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X