For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্মরণে লতা মঙ্গেশকর, কোকিলকণ্ঠীর সেরা গানের টুকরো কোলাজ

স্মরণে লতা মঙ্গেশকর, কোকিলকণ্ঠীর সেরা গানের টুকরো কোলাজ

Google Oneindia Bengali News

সরস্বতী বিসর্জনের দিনেই সরস্বতী বিদায়। ৯২ বছরে থামল সুর সম্রাজ্ঞীর সুর সফর। সেই ১৯৪১ সালের কথা। সারা দেশ যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের অত্যাচারে জর্জরিত, তখন সুরু হয় ভারতের আগামী দিনের বেতাজ মহারানির সুর সাধনা। সেই বছরেরই ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথ চলা শুরু করেন লতা মঙ্গেশকর। আর সেইসঙ্গেই শুরু হয় ভারতের সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্রের সময় আবর্তন। প্রায় সাত দশকের সঙ্গীত জীবনে প্রায় ৩৬টি ভাষায় ৩০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। ঠিক যেন মা সরস্বতীর স্বর, লতা দিদির সুরের জাদুতে মূর্ছিত হন কোটি কোটি গুণমুগ্ধ শ্রোতা। আর এই সুরের সমুদ্র থেকে কিছু সেরা গান বেছে নেওয়া যেন ঠিক মহাসাগর থেকে এক কলসি জল নেওয়ার সমান। তাও সরস্বতী বিসর্জনের শোকস্তব্ধ লগ্নে একবার ফিরে দেখা যাক তাঁর অসামান্য সৃষ্টির কিছু সদাবাহার গান।

মেরা সায়া সাথ হোগা

মেরা সায়া সাথ হোগা

'তু যাঁহা যাঁহা চলেগা, মেরা সায়া সাথ হোগা।' সুনীল দত্ত ও সাধনা অভিনীত সুপারহিট ছবি 'মেরা সায়া' ছবির একটি গান বাদচ সবকটি গানই গেয়েছিলেন লতাজি। আর তার মধ্যে এখনও 'মেরা সায়া'র টাইটেল সং সকলেই গুণগুণ করেন যখন নিজের প্রিয়তমর সঙ্গে একা রাতের মুহূর্তে হাতে হাত দিয়ে বসে থাকেন কেউ। মেরা সায়া ছবি আর এই গানিটি রিলিজ হয় ১৯৬৬ সালে। আর এই গানটি জুবিলি হিট হয়েছিল সেই বছর।

 আজিব দাস্তা হ্যায় ইয়ে

আজিব দাস্তা হ্যায় ইয়ে

৬০-এর দশকের অনন্যা মোহময়ী অভিনেত্রী মীনা কুমারি যখনই পর্দায় আসতেন তাঁর রূপ ও কণ্ঠস্বরের জাদুতে মোহিত হতেননা এমন ব্যক্তি বোধহয় ছিল না। আর সেক্ষেত্রে যদি প্লেব্যাক করেন লতাজি, সেক্ষেত্রে যে সি গান সুর তাল লয়ের উচ্চতম মাত্রায় পৌঁছবে তা বলা বাহুল্য। ১০৬০ সালের 'দিল আপনা প্রিত পড়াই' ছবিতে রাজ কুমার, নাদিরার সঙ্গে ক্যাম্প ফায়ারে বসে মীনা কুমারির লিপে 'আজিব দাস্তা হ্যায় ইয়ে, কাঁহা শুরু কাঁহা খতম' গান এখনও সকলের কাছে সেরা গান হয়েই আছে।

নাম গুম যায়েগা

নাম গুম যায়েগা

লতা মঙ্গেশকরের নাম সারা ভারতে সর্বকালীন সেরা হিসেবে অনন্তকাল থাকবে, এই কথা হয়ত স্বয়ং বিধাতাও জানতেন। আর তাই হয়ত তাঁর গলা দিয়েই উচ্চারিত হয়েছিল সেই অবিস্মরণীয় গানের কথা, নাম গুম যায়েগা, চ্যাহেরা ইয়ে বদল যায়েগা, মেরি আওয়াজ হি প্যাহেচান হ্যায়, আগর ইয়াদ রহে। ১৯৭৭ সালে হেমা মালিনী, জিতেন্দ্র ও ধর্মেন্দ্র অভিনীত 'কিনারা' ছবির এই গান আজকের দিনে সবথেকে বেশি মনে পড়ছে আপামর দেশবাসীর। আর ডি বর্মণের সুরে এই গানের কথা লিখেছিলেন গুলজার সাহাব।

 লগ যা গলে

লগ যা গলে

১৯৬৪ সালে 'উয়ো কউন থি' ছবির আরএক ব্লকবাস্টার হিট গান 'লগ যা গলে কে ফির ইয়ে হাসিন রাত হো না হো, গান অমর হয়ে রয়েছে শ্রোতাদের কাছে। এখনও এই গানের ফ্লেভার সম্পূর্ণ নতুন সব বয়সী শ্রোতাদের কাছে। সুর সম্রাজ্ঞীকে চির বিদায় জানিয়ে আজ গোটা দেশ এই গানের লিরিক মনে করেই বলছে, 'শায়দ ফির ইস জনম মে মুলাকাত হো না হো'

তেরে বিনা জিন্দেগি সে কোই

তেরে বিনা জিন্দেগি সে কোই

১৯৭৫ সালের ব্লকবাস্টার হিট সিনেমা 'আঁধি' শুধুমাত্র যে কালজয়ী কাল্ট মুভি হিসেবে পরিচিত হয়েছে তাই নয়, এই ছবি রমণীর জন্য একটি মাইলস্টোন তৈরি করেছে। একজন বাংলার মহানায়িকা সুচিত্রা সেন, তো অপরজন নিঃসন্দেহে লতা মঙ্গেশকর। অন্যান্য সব গানের সঙ্গে সঙ্গেই এই সিনেমার তেরে বিনা জিন্দেগি সে কোই গানটি সর্বকালের অন্যতম সেরা গান হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এক প্যার কা নাগমা

এক প্যার কা নাগমা

সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্ত-প্যারেলালা জুটির এই গান চোখে জল আনেনি, এমন শ্রোতার সংখ্যা সত্যিই বিরল। ১৯৭২ সালে 'শোর' ছবিতে নন্দার লিপে এই গান কালজয়ী গানের মধ্যে অন্যতম।

লুকাছুপি বহত হুই

লুকাছুপি বহত হুই

ভারতীয় সঙ্গীত জগতের অন্য এক লেজেন্ট এ আর রহমানের সুরারোপিত গান 'লুকাছুপি বহত হুই' গান লতাদিদির কিছুকালের মধ্যে গাওয়া একটি গান। তবে এই গান যে কোনও শ্রোতার মনের মধ্যে গভীর দাগ কাটে। ২০০৬ সালে 'রঙ দে বসন্তী' সিনেমার এই গান লতাজির অল টাইম হিট গানের একটি।

 ইয়ারা সিলি সিলি

ইয়ারা সিলি সিলি

১৯৯১ সালের অন্যতম সেরা সিনেমা 'লেকিন' এর সুপারহিট গান 'ইয়ারা সিলি সিলি বিরহা কি রাত কা জ্বলনা' এর জন্য সেরা সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন লতা মঙ্গেশকর।

তুঝসে নারাজ নেহি জিন্দেগি

তুঝসে নারাজ নেহি জিন্দেগি

মাসুম ছবির এই গান প্রায় সব সময় সব কালে সব ক্ষেত্রেই আপামর ভক্ত ও শ্রোতাদের কথায় মনে স্মৃতিতে সেরার সেরা হিসেবে অমর হয়ে আছে। ১৯৮৩ সালে নাসিউদ্দিন শাহ ও সাবানা আজমি অভিনীত এই সুপারহিট সিনেমায় লতা মঙ্গেশকরের এই গান অন্যতম সেরা।

রজনী এখনও বাকি

রজনী এখনও বাকি

হিন্দি, মারাঠির সঙ্গে লতা মঙ্গেশকরের বাংলা গানের তালিকাও নেহাত কম নয়। তাঁর বহু সুপারহিট বাংলা গানের মধ্যে অন্যতম হল না যেওনা, রজনী এখনও বাকি।

যা রে উড়ে যা রে পাখি

যা রে উড়ে যা রে পাখি

লতা মঙ্গেশকরের গাওয়া অজস্র বাংলা গানের মধ্যে একটি হল যা রে উড়ে যা রে পাখি। এই গান আজও সকল শ্রোতার মনে সেরার তকমা নিয়ে রয়েছে।

অন্যান্য সেরা গান

অন্যান্য সেরা গান

প্রায় ৩০ হাজার গানের মধ্যে লতা মঙ্গেশকরের সেরার সেরা গানের মধ্যে আরও কয়েকটি হল, প্রেম পূজারি ছবির 'রঙ্গিলা রে', গাইড ছবির 'গাতা র‍্যাহে মেরা দিল', কাশ্মীর কি কলি সিনেমার ' ইয়ে সমা সমা হ্যায় ইয়ে প্যার কা', প্রেম রোগ সিনেমার 'ইয়ে গলিয়া ইয়ে চউবারা', অর্পণ সিনেমার 'পরদেশ যা কে পরদেশিয়া', রুদালি সিনেমার ' দিল হুম হুম করে', হিনা ছবির 'আজা রে মাহি তেরা রাস্তা', পুকার সিনেমার 'ইক তু হি ভরোসা', মুঝসে দোস্তি করোগে সিনেমার 'জানে উয়ো ক্যায়সা হোগা রে', কভি খুশি কভি গম ছবির টাইটেল সং, শোলে ফিল্মের 'ম্যায় নাচুঙ্গি', অন্যতম।


English summary
In memory of Lata Mangeshkar, here are some of her all time top songs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X