সোহিনী ও সোহম জুটি বাঁধতে চলেছে ‘এই আমি রেণু’ ছবিতে
এই প্রথমবার বড়পর্দায় একসঙ্গে জুটি বাঁধবেন সোহম চক্রবর্তী ও সোহিনী সরকার। ছবির নাম ’এই আমি রেণু।’ সম্প্রতি এই ছবির ঘোষণা করা হয়।

বিখ্যাক লেখক সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে তৈরি হবে এই ছবিটি। পরিচালক নবাগত সৌমেন শূর। জানা গিয়েছে, 'এই আমি রেণু’ ছবিতে রেণুর চরিত্রে দেখা যাবে সোহিনীকে। তাঁর স্বামীর চরিত্রে সোহম। সোহমের চরিত্রের নাম বীরেন। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী। ছবির সুরকার তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। আগামী মাসেই শুরু হবে শুটিং।
'এই আমি রেণু’ গল্পটি আটের দশকের। সুন্দরী রেণুর সঙ্গে কলেজে প্রেম হয় সুমিতের। কিন্তু ঘটনাচক্রে রেণুর সঙ্গে বীরেনের বিয়ে হয়ে যায়। বীরেন সরকারি চাকুরিজীবি। কিন্তু পুরনো প্রেম কি ভোলা সহজ হবে রেণুর জন্য? নাকি এই সম্পর্কের জন্য রেণু–বীরেনের বিবাহিত জীবন অন্যদিকে মোড় নেবে? উত্তর মিলবে ’এই আমি রেণু’তে। একই সিনেমায় যখন কৌশিক গঙ্গোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সোহিনী সরকার, সেই ছবি নিয়ে যে দর্শকের মধ্যে কৌতূহল থাকবেই তা বলাই বাহুল্য।