রানির বাড়ির সামনে তানিশাকে কেন্দ্র করে এই অশ্লীল আচরণ অভিনেতার! চাঞ্চল্য বলিউডে
মুম্বইয়ের বিখ্যাত মুখোপাধঅয়ায় পরিবারের তিন কন্য়া কাজল , তাঁর বোন তানিশা ও খুড়তুতো বোন রানি মুখোপাধ্য়ায়ের খ্যাতি বলিউড জুড়ে। এবার সেই পরিবারের সদস্য তথা কাজলের বোন অভিনেত্রী তানিশা মুখোপাধ্যায় সম্পর্কে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পরিচালক রাজকুমার কোহলির গাড়ির চালক সোনু মুখ খোলেন সংবাদ মাধ্যমের সামনে। আর তাতেই তিনি নানা অভিযোগ তোলেন। রাজকুমারের ছেলে আরমান কোহলির কুকীর্তি প্রসঙ্গেও মুখ খোলেন সোনু। উল্লেখ্য, এই আরমানের সঙ্গেই এক সমে সম্পর্কে জড়িয়েছিলেন কাজলের বোন তানিশা।

সোনুর দাবি, রাজকুমার প্রায়ই মারধর করতেন তানিশাকে। আর আর একবার সেই মারধরের পর, পাল্টা আরমানের গালে থাপ্পড় কষিয়ে দেন তানিশাও। এরপর রাগের জেরে, তানিশার খুড়তুতো বোন রানি মুখোপাধ্যায়ের বাড়ির সামনে প্রস্রাব করেন আরমান কোহলি। উল্লেখ্য, এই প্রথমবার নয়, তানিশার পরে গার্লফ্রেন্ড নিরু রন্ধাওয়ার সঙ্গেও আরমান কোহলির মারধরের খবর প্রকাশ্যে আসে। যে ঘটনার জেরে আরমানের বিরুদ্ধে এফআইআর হয়।

সোনুর দাবি, আরমান এখনও এই ধরনের কাজ করে থাকেন। একবার রাগ হলে, আরমান আর নিজেকে সামলাতে পারেন না। আর সেই সময়ই এমন ধরনের কাণ্ড ঘটিয়ে বসেন তিনি।