For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৩৫ বছর পরে নিজের পুরনো বাড়িতে ফিরে আবেগে ভাসলেন স্মৃতি ইরানি, দেখুন ভিডিও

সম্প্রতি একতা কাপুর একটি নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছেন। সেলেবসরা অতীতের দিনগুলি কেমন কাটিয়েছেন, কোথায় কাটিয়েছেন তা নিয়ে। আর সেই অনুষ্ঠানের হাত ধরে গুরুগ্রামে নিজের পুরনো বাড়িতে পৌঁছে গেলেন স্মৃতি।

  • |
Google Oneindia Bengali News

বালাজি প্রোডাকশনের ধারাবাহিক দিয়ে শুরু। কেবল টিভির বিপ্লবের জমানায় 'কিউ কি সাস ভি কভি বহু থি' অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের ঘরে ঘরে পরিচিত হয়ে উঠেছিলেন স্মৃতি ইরানি। তারপরে দুই দশক প্রায় কেটে গিয়েছে। অভিনেত্রীর পর রাজনৈতিক নেত্রী হিসাবে নতুন সফর শুরু করেছেন স্মৃতি। আর তাতেও দারুণ সফল।

৩৫ বছর পরে নিজের পুরনো বাড়িতে ফিরে আবেগে ভাসলেন স্মৃতি

সম্প্রতি একতা কাপুর একটি নতুন অনুষ্ঠান শুরু করতে চলেছেন। সেলেবসরা অতীতের দিনগুলি কেমন কাটিয়েছেন, কোথায় কাটিয়েছেন তা নিয়ে। আর সেই অনুষ্ঠানের হাত ধরে গুরুগ্রামে নিজের পুরনো বাড়িতে পৌঁছে গেলেন স্মৃতি। সেখানে পা রাখলেন ৩৫ বছর পরে। কোনওকিছুই আগের মতো নেই। যাকিছু ভালো রয়েছে স্মৃতিতে।

সেটা মনে করেই আবেগে ভাসলেন স্মৃতি। সেই বাড়ির নিচের অংশ যেখানে স্মৃতিদের ঘর ছিল তা পরিণত হয়েছে ড্রাই ক্লিনিংয়ে দোকানে। তবে ছোটবেলার স্মৃতি মনে ভিড়িয়ে সেখানে অনেকক্ষণ কাটিয়ে ফিরলেন স্মৃতি। গোটা ঘটনা ক্যামেরাবন্দি হল। দেখুন ভিডিও।

English summary
Smriti Irani visits her first home in Gurugram after 35 years
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X