খালি পায়ে ১৪ কিমি হেঁটে সিদ্ধিবিনায়ক মন্দিরে স্মৃতি! সঙ্গে কোন বলিউড সেলেব, দেখুন ছবি
আমেঠির মাটি থেকে কঠিন ভোট যুদ্ধ জিতে নিয়েছেন স্মৃতি ইরানি। বিরোধী শিবিরের সেনাপতিকে কংগ্রেসের পোক্ত দূর্গ আমেঠির মাটিতে পরাস্ত করেছেন বিজেপির এই দাপুটে নেত্রী। আর এরকম এক জয়ের পর স্মৃতি ইরানি এবার গণেশের আশীর্বাদ নিতে সোজা পৌঁছে গেলেন মহারাষ্ট্রের সিদ্ধি বিনায়ক মন্দিরে।

গরমের এমন তাপ উত্তাপকে গ্রাহ্য না করেও ১৪ কিলোমিটার রাস্তা এদিন মুম্বইতে খালি পায়ে হেঁটে যান স্মৃতি ইরানি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান বিজেপি সাংসদ স্মৃতির এই তীর্থ দর্শনের সঙ্গী ছিলেন একতা কাপুর। একটা সময়ে টেলিভিশন অভিনেত্রী হিসাবে স্মৃতি ইরানি যখন সবেমাত্র বলিউডে পা রাখেন তখন একতা কাপুরের 'সাস ভি কভি বহু থি ' সিরিয়ালের দৌলতে তাঁর সাফল্যের সিঁড়ি চড়া শুরু হয়ে যায়।
View this post on Instagram14 kms to SIDDHI VINAYAK ke baaad ka glow 😂
A post shared by Erk❤️rek (@ektaravikapoor) on
২০০০ সাল থেকে ২০১৯ সাল , একতা ও স্মৃতির বন্ধুত্বের ভিত এখনও বেশ জোরদার। আর এদিন তাঁদের সিদ্ধিবিনায়ক দর্শনের ঘটনা আরও একবার প্রমাণ করল। এদিন , গোটা ঘটনার পর দুই বন্ধুর 'সেলফি' সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন একতা কাপুর।