
মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি সুরকার জুবিন গর্গ , এখন কেমন আছেন তিনি
প্রখ্যাত গায়ক ও সুরকার জুবিন গর্গ মাথায় আঘাত প্রাপ্ত হন। একারণে তাকে আসামের ডিব্রুগড় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আসামের মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মা ডিব্রুগড় জেলার ডেপুটি কমিশনারকে নির্দেশ দিয়েছেন যাতে জুবিন গর্গ সব রকম চিকিৎসার সুবিধা পায়। মুখ্যমন্ত্রী আরও নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে গায়ককে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে গুয়াহাটি বা রাজ্যের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার ব্যবস্থা করা উচিত।

মুখ্যমন্ত্রী নজরদারির নির্দেশ দিয়েছেন! মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্ত বিশ্ব শর্মাও রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তকে এই বিষয়ে নজরদারি করার নির্দেশ দিয়েছেন। বলিউড ছাড়াও গায়ক জুবিন গর্গ আসাম ও বাংলা ছবিতেও গান গেয়েছেন। বলিউডে, তিনি গ্যাংস্টার ইয়া আলি এবং হৃতিক রোশনের ক্রিশ ৩ এর দিল তু হি বাতা গান গাওয়ার জন্য পরিচিত। গান গাওয়ার পাশাপাশি জুবিন ঢোল, ড্রাম, গিটার, হারমোনিয়াম, ম্যান্ডোলিন এবং কীবোর্ড সহ বিভিন্ন বাদ্যযন্ত্রও বাজান।
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে, গুয়াহাটিতে অনুষ্ঠান চলাকালীন, জুবিন মঞ্চ থেকে অজ্ঞান হয়ে পড়েছিলেন। এ সময় তার ঘাড়ে ও হাতে জখম হয়। এ সময় তার জিভে সেলাইও পড়ে এবং তার অবস্থা গুরুতর। তবে কয়েকদিন পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।
আমির খানের বাড়িতে বাজতে চলেছে বিয়ের সানাই, কার বিয়ে বলুন তো?
গায়কের হাসপাতালে ভর্তির খবরে খুব উদ্বিগ্ন পড়েছেন। ভক্তরা তাঁকে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য আরোগ্য কামনা করছেন। গায়ক ১৯৯২ সালে 'অনামিকা’ গান থেকেই সংগীতজগতে কেরিয়ার শুরু করেন জুবিন গর্গ। তারপর একের পর এক অ্যালবামে গান গাইতে শুরু করেন। 'চাঁদনি রাত’, 'চান্দা’, 'স্পর্শ’, 'নূপু’র অ্যালবামগুলো তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। 'গ্যাংস্টার’ ছবির 'ইয়া আলি’ গান তাঁকে গোটা দেশে জনপ্রিয় করে তোলে। তবে আপাতত, বলিউড ছবির গান থেকে দূরেই আছেন তিনি। মূলত, অসমিয়া ও বাংলা গানেই মন দিতে চান জুবিন গর্গ। তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হোক গায়ক, এমনটাই চাইছেন সবাই।