For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ভর্তি করা হল এসএসকেএমে

অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়

Google Oneindia Bengali News

সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের অসুস্থতার পর আবার একবার খারাপ খবর ভারতীয় সঙ্গীত মহলে। গুরুতর অসুস্থ হলেন বাংলা সঙ্গীত জগতের অন্যতম মহীরুহ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে হাসপাতালে। সূত্রের খবর, ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের। কিন্তু এই প্রথমবার নয়, এর আগেও বেশ কিছুদিন ধরে বয়স্য জনিত কারণে অসুস্থ হয়েছেন কিংবদন্তী এই সঙ্গীত শিল্পী।

গুরুতর অসুস্থ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ভর্তি করা হল এসএসকেএমে

কিন্তু বৃহস্পতিবার অবস্থার অবনতি হওয়ার ফলে তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার থেকেই শরীর অসুস্থ রয়েছে তাঁর। তবে এই দিন সকাল হতেই স্বাস্থ্যের অবনতি ঘটে। বাংলা গানের অন্যতম কালজয়ী বিশিষ্ট সঙ্গীতশিল্পীকে এসএসকেএমের উডবার্ন ভর্তি করা হয়েছে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। বিশিষ্ট চিকিতসকদের নিয়ে গঠিত টিমের তত্বাবধানে রয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। এই দিন গ্রিন করিডোর এর মাধ্যমে তাঁকে নিয়ে আসা হয় হাসপাতালে। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, দিন দুয়েক আগেই 'পদ্ম' সম্মানের জন্য তাঁর নাম মনোনীত হয়েছিল। কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। পারিবারিক সূত্রে খবর 'পদ্ম' সম্মান প্রত্যাখ্যান করার পরে মানসিক ভাবে একটু বিচলিত ছিলেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন আপামর ভক্তরা।

দিন দুয়েক আগেই 'পদ্ম' সম্মানের জন্য তাঁর নাম মনোনীত হয়েছিল। কিন্তু সেই সম্মান নিতে অস্বীকার করেছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র উৎসব পালনের মুহূর্তে দিল্লি থেকে ফোন আসে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কাছে। খুব একটা ফোন ধরেননা তিনি। কিন্তু সেই ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে জানানো হয় কেন্দ্রীয় সরকার তাঁকে 'পদ্মশ্রী' দিতে চায়। কিন্তু তিনি ফোনেই জানিয়ে দেন যে 'পদ্ম' পুরস্কারের তাঁর কোনও দরকার নেই, শ্রোতারাই তাঁর কাছে সবকিছু।

আর এই ঘটনার পরেই বাংলা জুড়ে চলছে তীব্র বিতর্ক। কবির সুমন থেকে শুভাপ্রসন্ন, সরাসরি কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনে করেছেন। "গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় পৃথিবীতে আসেন 'ভারতরত্ন' পাওয়ার জন্য নয়, তাঁর ছাত্রতুল্যও নয় এমন দুইজনকে 'পদ্মভূষণ' দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিদ্বেষ থেকে কেন্দ্রীয় সরকার এটা করেছে" এমনটাই বক্তব্য বিশিষ্ট শিল্পী কবির সুমনের। কবির সুমন কার্যত কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করে আরও বলেছেন, "এই বয়সে এসে ধাক্কা খেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়" পাশাপাশি এই বয়সে এসে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে 'পদ্মশ্রী' পুরস্কারের জন্য মনোনীত করার ঘটনাকে তীব্র নিন্দা করেছেন শুভাপ্রসন্ন, শ্রিলেখা মিত্র সহ আরও অনেক শিল্পীরা।

পারিবারিক সূত্রে খবর 'পদ্ম' সম্মান প্রত্যাখ্যান করার পরে মানসিক ভাবে একটু বিচলিত ছিলেন তিনি। নব্বই বছরে তাঁকে শেষে পদ্মশ্রী নিতে হবে বলেও যথেষ্ট বিরক্ত ছিলেন তিনি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় আক্ষেপ করে জানিয়েছিলেন শিল্পীদের এখন কোনও সম্মান নেই। কিন্তু এই বিতর্কের মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন নব্বই বছরের দ্বারে থাকা কিংবদন্তী সঙ্গীতশিল্পী। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন আপামর ভক্তরা।

English summary
Singer Sandhya Mukerjee admitted to Hospital in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X