For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মায়ের কবরের পাশে শায়িত থাকবে আয়ুবের শবদেহ, গায়কের মৃত্যু সংবাদে শোকাহত 'বাংলা'

'রূপোলি গিটার' সত্যিই ফেলে চলে গিয়েছেন তিনি। তবে অশ্রু গোপন রাখার উপায় খুঁজে পাচ্ছেন না তাঁর হাজার ভক্তরা। শুধু বাংলাদেশ নয়, এপার বাংলার মানুষের কাছেও আয়ুব বাচ্চুর জনপ্রিয়তা কিছু কম ছিল না।

  • |
Google Oneindia Bengali News

'রূপালি গিটার' সত্যিই ফেলে চলে গিয়েছেন তিনি। তবে অশ্রু গোপন রাখার উপায় খুঁজে পাচ্ছেন না তাঁর হাজার ভক্তরা। শুধু বাংলাদেশ নয়, এপার বাংলার মানুষের কাছেও আয়ুব বাচ্চুর জনপ্রিয়তা কিছু কম ছিল না। সকালবেলায় তঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই নবমীর ঔজ্জ্বল্য বেশ খানিকটা কমে যায় বাঙালির কাছে।

মায়ের কবরের পাশে শায়িত থাকবে আয়ুবের শবদেহ, গায়কের মৃত্যু সংবাদে শোকাহত বাংলা

সকাল সাড়ে আটটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আয়ুব বাচ্চু। সকালের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আয়ুব। তাঁর গাড়িচালক তাঁকে হাসপাতালে ভর্তি করার সময়েই দেখেন , মুখ থেকে ফেনা বের হতে শুরু করেছে। আর হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা জানান , বাংলাদেশের এই বিখ্যাত গায়ক প্রয়াত। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা বাংলাদেশ, শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীকাল বাচ্চুর নামাজো জনাজা অনুষ্ঠিত হবে বাংলাদেশের বাদ জুমা জাতীয় ইদগাহে।তাঁকে শেষ শ্রদ্ধা জানানো র জন্য, তাঁর শবদেহ শায়িত থাকবে সেদেশের কেন্দ্রীয় শহিদ মিনারে।অস্ট্রেলিয়া ও কানাডায় প্রয়াত সঙ্গীত শিল্পীর সন্তানরা রয়েছেন। তাঁরা কাল বাংলাদেশ পৌঁছলেই সঙ্গীত শিল্পীর শবদেহ নিয়ে তাঁর পৈতৃক বাড়ি চট্টোগ্রামে পৌঁছনোর কথা রয়েছে। জানা গিয়েছে, শনিবার চট্টোগ্রামে মায়ের কবরের পাশে আয়ুবের শবদেহ শায়িত থাকবে চিরনিদ্রায়।

English summary
Tomorrow Singer Ayub bacchu's funeral will be organised in Bangladesh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X