For Quick Alerts
For Daily Alerts
মুম্বইয়ে লোখন্ডওয়ালার পুজোয় 'ঢাকের তালে' মাতলেন অভিজিৎ! ভাইরাল ভিডিও
'ঢাকের তালে ' ইতিমধ্যেই মাতোয়ারা গোটা বাংলা। আর সেই জমজমাট সমারোহে গা ভাসিয়েছেন সমস্ত বাঙালি। কলকাতা তো বটেই , বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ সমস্ত বাঙালির একযোগে আজ সপ্তমীর আনন্দে মাতোয়ারা। তবে তার আগে ষষ্ঠীর রাতে মুম্বইয়ে লোখান্ডওয়ালার পুজোয় ঢাক বাজিয়ে মন জয় করে নিলেন সঙ্গীত শিল্পী অভিজিৎ।
ষষ্ঠীর রাতে অভিজিৎ
ষষ্ঠীর রাতে অভিজিতের লোখান্ডওয়ালার পুজোয় ব্যাপক উচ্ছ্বাস উন্মাদনা ছিল পুজো ঘিরে। এদিন মঞ্চে উঠে ঢাক সঙ্গে নিতেই তার বোল-এ হারিয়ে যান অভিজিৎ।
লোখান্ডওয়ালায় উৎসবের আসর
লোখান্ডওয়ালার পুজোয় একাধিক ঢাকির সঙ্গে এদিন মেতে ওঠে ষষ্ঠীর সন্ধ্যা। ঢাকের বোল, আর মায়ের বোধনে ষষ্ঠীতে জমজমাট ছিল অভিজিতের পুজো।
অনুষ্ঠান পর্ব
দশভূজার যখন নিজেই অধিষ্ঠান করেছেন মণ্ঢপে তখন তাঁর সামনে যাবতীয় ঔজ্জ্বল্য ম্লান। আর সেই বার্তা নিয়েই ষষ্ঠীর রাতে সেজে ওঠা মাতৃবন্দনায়।