For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আলিয়ার জন্মদিনে সিদ্ধার্থের বিশেষ উপহার!

Google Oneindia Bengali News

বি-টাউনের এখন সবচেয়ে চর্চিত তারকা জুটি হলেন আলিয়া ভাট ও সিদ্ধার্থ মলহোত্রা। প্রায়শই এই দুই নিউ-এজ তারকাদের একসঙ্গে এখানে ওখানে দেখা যাচ্ছে।

আলিয়া এবং সিদ্ধার্থ একে অপরের সঙ্গে সময় কাটাতে ভালবাসেন। এখনও পুরোপুরি প্রেম প্রেম ব্যাপারটা তৈরি না হলেও একে অপরের প্রতি ভাললাগা যে একটা তৈরি হয়েছে তা অস্বীকারের জায়গা নেই। তাই বান্ধবীকে খুশি করতে যে জন্মদিনে সিদ্ধার্থ তাক লাগানো কিছু করবেন সেটাই কাম্য।

আলিয়ার জন্মদিনে সিদ্ধার্থের বিশেষ উপহার!

গত ১৫ মার্চ আলিয়ার জন্মদিন ছিল। আলিয়ার ২২ তম জন্মদিনে একটি বিশেষ ক্যামেরা উপহার দিয়েছেন সিদ্ধার্থ।

সূত্রের খবর অনুযায়ী, মার্কিন প্রদেশ থেকে একটি হাইটেক ক্যামেরা আনিয়েছেন সিদ্ধার্থ। এই ক্যামেরাটি কোনও আম ক্যামেরা নয়। অত্যন্ত দামি এই ক্যামেরায় একাধিক বিশেষত্ব রয়েছে। আর উপহার পেয়ে আহ্লাদে আটখানা বার্থডে গার্ল।

আসলে আলিয়া ছবি তুলতে খুব ভালবাসেন। আর আলিয়ার সেই শখের কথা জেনেই একেবারে তাঁর মনের মতো উপহার দিয়েছেন সিদ্ধার্থ।

যদিও আপাতত আলিয়া-সিদ্ধার্থের প্রেমকাহিনী গুজব স্তরেই আছে। দুই তারকার কেউই জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে টু শব্দটিও করেননি। তবে এটা গুজব বলে একেবারে উড়িয়েও দেননি বিষয়টা। আর তার জেরেই শুরু হয়েছে জল্পনা।

English summary
Check Sidharth Malhotra's Special Birthday Gift To Alia Bhatt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X