'ডেটিং' নিয়ে নয়া রিয়্যালিটি শো, সঞ্চালনায় সুন্দরী বলিউড নায়িকা
সিনেমার পর্দা ছেড়ে ছোট পর্দার অনুষ্ঠানে ইতিমধ্য়েই অংশ নিয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি। এবার আসছেন ওয়েব-এর পর্দায়। অ্য়ামাজন প্রাইমের নতুন এক অনুষ্ঠানে এবার সঞ্চালকের ভূমিকায় থাকছেন শিল্পা শেট্টি। আর এই অনুষ্ঠান হতে চলেছে 'ব্লাইন্ড ডেটিং ' নিয়ে।

২০০৯ সালে দক্ষিণী সুন্দরী শিল্পা গাঁটছড়া বেঁধেছিলেন পাঞ্জাবী ব্যবসায়ী রাজ কুন্দ্রার সঙ্গে । আর এবার বাকিদের বিয়ের ঘটকালিতে শিল্পা! 'হিয়ার মি. লাভ মি' নামের অনুষ্ঠানে তিনি আপাতত সঞ্চালকের ভূমিকায়। শো-টিতে একজন প্রতিযোগী একই দিনে ৩ টি ডেট-এ যাবেন। সেগুলি হবে ব্লাইন্ড ডেট। আরর তার পর কী হয় সেটা জানতেই দেখতে হবে এই শো। এই নতুন ভরনের ভাবনা নিয়ে বেশ উত্তেজিত শিল্পা।

অনুষ্ঠানে প্রতিযোগীদের সঙ্গে দেখা করতে আসা কয়েকজনের মুখ দেখানো না হলেও,তাঁদের কথাবার্তা শোনানো হবে ভিডিও-তে। আর সেজন্য প্রতিযোগীদের দেওয়া হবে আলাদা ভিডিও চিপ।
আমাজন প্রাইম ভিডিও-তে এই শো-টি দেখা যাবে। অনুষ্ঠানের পরিচালক বিজয় সুব্রহ্মমণ্যম।