লাল্টু বাবুর 'হামি'-র জন্য আপনি প্রস্তুত তো! অপেক্ষা গরমের ছুটি পর্যন্ত
আগামী বছর লাল্টু বাবু কিন্তু আপনাকে হামি খাবেনই। আপনি পালাতে পারবেন না। বলা ভালো পালাতে চাইলেও পালাতে পারবেন না। ভাবছেন নিশ্চয়ই যে কীভাবে তা সম্ভব?তাহলে জানিয়ে রাখি , এই ঘটনার নেপথ্য নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও তাঁর ছবি।

রাকঢাক না করে জানিয়ে রাখা ভালো যে , আগামী বছরের গরমের ছুটিতে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ-নন্দিতার পরবর্তী ছবি হামি। এই পরিচালক দ্বয়ের নির্মিত 'রামধনু' ছবির লাল্টু বাবু শিবপ্রসাদকে আবারও পাওয়া যাবে 'হামি ' ছবিটিতে। আর এই নিয়েই একটি মজাদার ভিডিও পোস্ট করেছে ছবির প্রযোজনা সংস্থা উইনডোজ প্রোডাকশান হাউস।
সিবপ্রসাদ নন্দিতা জুটির সাম্প্রতিকতম ছবি 'পোস্ত' এমনিতেই দর্শকের মন জয় করেছে। তার আগে, 'ইচ্ছে','প্রাক্তন','রামধনু','বেলাশেষে' ইত্যাদি ছবি বাঙালির অনুভূতিপ্রবণ মনকে বহুভাবে ছুঁয়ে গিয়েছে। আবার অপেক্ষা গরমের ছুটি 'হামি' খাওয়ার, থুরি দেখার!