সৌমিত্র-ঋতুপর্ণাদের নিয়ে '১৯ মাতাতে চলেছেন শিবপ্রসাদ-নন্দিতা! ছবিগুলির 'রিলিজ ডেট' জেনে নিন
সমাজ ভাবনা থেকে মানববিক চেতনা গড়ে তোলার ক্ষেত্রে বাংলা সিনেমায় ধীরে ধীরে প্রাসঙ্গিক হয়ে উঠছে শিবপ্রসাদ জুটির ছবিগুলি। ২০১৯ সালেও শিবপ্রসাদ নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন নিয়ে আসছে একাধিক আকর্ষণীয় ছবি। কোথাও মানবিক বন্ধন কোথাও সমাজ ভাবনা, বিভিন্ন বৈচিত্রের গল্প নিয়ে ২০১৯ সালে শিবপ্রসাদ নন্দিতা জুটির হাত ধরে কোন কোন ছবি আসছে দেখে নেওয়া যাক।

বেলাশুরু
যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আবার একটা নতুনত্বের জন্ম হতে পারে! শেষের মধ্যেই লুকোনে থাকে সুরু বীজ! সত্যিই কি তাই! সৌমিত্র-স্বাতীলেখা জুটিকে নিয়ে শিবপ্রসাদ নন্দিতার ছবি 'বেলাশুরু'। এই ছবি ঘিরে ক্রমেই দর্শকদের মধ্যে বাড়ছে আগ্রহ। ছবি মুক্তি পাচ্ছে
২০১৯ সালের অক্টোবরে।

কণ্ঠ
উইন্ডোজ প্রোডাকশনের 'কণ্ঠ' নির্মিত হচ্ছে সমাজভাবনাকে পাথেয় করে। তামাক সেবনে সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলে এক অনন্যা ভাবনা চিন্তা নিয়ে মুক্তি পেচে চলেছে এই ফিল্ম।

মুখার্জিদার বউ
ঋতুপর্ণা সেনগুপ্ত , কনিনীকা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে উইন্ডোজ প্রোডাকশানের ফিল্ম 'মুখার্জিদার বউ'। ২০১৯ সালের মহিলা দিবসে অর্থাৎ ৮ মার্চ মুক্তি পেতে চলেছে
ডেব্যু ডিরেক্টর পৃথা চক্রবর্তীর এই ছবি
।

২০১৮ সালের ছবি
২০১৮ সালেও একাধিক ছবিতে মাত করেছে শিবপ্রসাদ নন্দিতা জুটি। তাঁদের পরিচালনায় 'হামি' রীতিমত জয় করে নেয়বক্স অফিস। অন্যদিকে , তাঁদের প্রোডাকশনের ফিল্ম 'রসগোল্লা' ও 'মনোজদের অদ্ঙুত বাড়ি' বক্স অফিস যুদ্ধ জয় করে নিয়েছে।