For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুব্রতর গড়ে ভোট-যুদ্ধের প্রস্তুতি কিভাবে শুরু করলেন শতাব্দী! কেষ্ট সম্পর্কে কী বললেন অভিনেত্রী

ভোট শুরু সময়েই তিনি জানিয়েছেন এবার ভোট হবে 'নকুলদানা' দিয়ে। এদিনও অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন বীরভূমের প্রতিটি বাড়িতে, বুথে থাকবে নকুলদানা।

  • |
Google Oneindia Bengali News

ভোট শুরু সময়েই তিনি জানিয়েছেন এবার ভোট হবে 'নকুলদানা' দিয়ে। এদিনও অনুব্রত মণ্ডল জানিয়ে দিয়েছেন বীরভূমের প্রতিটি বাড়িতে, বুথে থাকবে নকুলদানা। গরম পড়েছে বলেই এই দাওয়াই। একদিকে, অনুব্রত মণ্ডলের এই নকুল দানা বার্তায় যখন বীরভূমের রাজনীতিতে পারদ চড়ছে , তখন এদিনই তারাপীঠে পুজো দিয়ে ভোট যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন শতাব্দী রায়।

অনুব্রতর গড়ে ভোট-যুদ্ধের প্রস্তুতি কিভাবে শুরু করলেন শতাব্দী! কেষ্ট সম্পর্কে কী বললেন অভিনেত্রী

এদিন শতাব্দী রায়কে দেখা যায়, বীরভূমের তারাপীঠের মন্দিরে পুজো দিতে। গত ২ বারের সাংসদ শতাব্দী এই বারেও জেতবার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি জানিয়েছেন, থোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলে দিয়েছেন এই বছর ৩ লাখ ভোটে তাঁর জয় নিশ্চিত। পাশাপাশি, তৃতীয়বার ভোটে দাঁড়িয়ে এবার তিনি জেতবার বিষয়ে আরও বেশি আস্থাশীল বলে জানিয়েছেন শতাব্দী রায়। প্রসঙ্গত, বহুবার শোনা গিয়েছিল শতাব্দীর সঙ্গে অন্তর্দ্বন্দ্ব ছিল অনুব্রতর। এজন্য দিদির কাছে শতাব্দীকে ভোটের টিকিট না দেওয়ার দরবারও করেছিলেন অনুব্রত।

এদিন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল সম্পর্কে প্রশ্ন করা হয় শতাব্দীকে। তিনি জানান, অনুব্রত মণ্ডল সংগঠনের দিকটা দেখবেন। ইতিমধ্যেই বীরভূমে তৃণমূলের সংগঠন খুবই জোরদার। অন্যদিকে, শতাব্দী নিজের ভোট প্রচারে মনোনিবেশ করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

English summary
Shatabdi Roy starts Loksabha campaign in Birbhum with 3 lakh lead expectation.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X