For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খান সাম্রাজ্যের দুই 'বাদশা'কে সঙ্গে নিয়ে বলিউডকে বার্তা মোদীর! আপ্লুত শাহরুখ-আমিররা

২০১৯ সালের জানুয়ারি মাসে বলিউডের এক প্রতিনিধি দল দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। লোকভা ভোটের আগে সেই সাক্ষাৎকার নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল বিরোধী শিবিরে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯ সালের জানুয়ারি মাসে বলিউডের এক প্রতিনিধি দল দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। লোকভা ভোটের আগে সেই সাক্ষাৎকার নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল বিরোধী শিবিরে। সেই সময় , সেই প্রতিনিধি দলে ছিলেন রণবীর সিং থেকে আয়ুষ্মান খুরানারা। কিন্তু বলিউডে যাঁরা 'বেতাজ বাদশাহ' হিসাবে পরিচিত, সেই শাহরুখ, সমন , আমিরদের দেখা যায়নি ওই প্রতিনিধি দলে। ফলে স্বভাবতই বিভিন্ন প্রশ্ন উঠতে থাকে। এবার সেই সমস্ত অধ্যায়কে ছাপিয়ে ২০১৯ মহারাষ্ট্র নির্বাচনের ঠিক আগে শাহরুখ , আমির , কঙ্গনারা দেখা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। উঠে এলো গান্ধীর ভাবধারা নিয়ে নানন প্রসঙ্গ।

লোককল্যাণ মার্গ-এ আয়োজিত অনুষ্ঠানে কারা উপস্থিত ছিলেন?

মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে , শনিবারের নৈশ সভায় ৭, লোক কল্যাণ মার্গে গতকাল হাজির ছিলেন বলিউডের তাবড় তারকারা। হাজির ছিলেন শাহরুখ খান, আমির খান, সোনু নিগম, জ্যাকলিন ফার্নান্ডেজ, কঙ্গনা রানাউত, একতা কাপুর সহ একাধিক নামী স্টাররা।

শাহরুখ -আমিরদের সঙ্গে নিয়ে মোদীর বার্তা

এদিনের অনুষ্ঠানে বলিউডের 'বাদশা' শাহরুখ ও 'মিস্টার পাারফেকশনিস্ট 'আমিরকে সঙ্গে নিয়ে মোদী বলেন, মহাত্মা গান্ধীর ভাবধারাকে আরও বেশি প্রচলতি করতে উদ্যোগ নিতে হবে বলিউডকে। সেই ভাবাধারা যাতে ফিল্মের মধ্যে আরও বেশি তুলে ধরা হয়, তার জন্যও বলিউডকে সচেষ্ট হতে বার্তা দেন মোদী।

জিনপিং এর সঙ্গে আলোচনা ও আমিরের 'দঙ্গল' প্রসঙ্গ

দক্ষিণ এশিয়ায় 'রামায়ণ'-এর জনপ্রিয়তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মোদী শনিবার রাতের অনুষ্ঠানে আমির খান অভিনীত 'দঙ্গল' ছবির প্রসঙ্গ তোলেন। যে ছবির ভূয়সী প্রশংসা করেন চিনের প্রেসিডেন্ট জিনপিং। মহাবলীপুরমের অনুষ্ঠানের সেই কথা তিনি আমিরের সামনেই উপস্থিত অভ্যাগতদের জানালেন।

হাজির ছিলেন একতা থেকে জ্য়াকলিনরা

শনিবার রাতের অনুষ্ঠানে একতা কাপুর থেকে জ্যাকলিন ফার্নান্ডেজ, কঙ্গনা রানাউত সহ একাধিক নামী ব্যক্তিত্ব হাজির ছিলেন এই অনুষ্ঠানে।

তারকাদের বার্তা

পরিচালক অনুরাগ বসু জানান গান্ধীর আদর্শ নিয়ে ছবি বানানোর যে বার্তা দেওয়া হয়েছে, তা এই বছর থেকেই বলিউড তুলে ধরবে।

English summary
Sharukh Khan to Amir Khan hails PM Modi on film ideas on Gandhi ideology . Thank you PM Modi for discussion on change within says Shah Rukh Khan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X