শাহরুখের সঙ্গে কোন সম্পর্কে নিজেকে বেঁধেছেন করণ! বাদশার জন্মদিনে খোলসা করলেন 'সত্যিকথা'
শাহরুখের জন্মদিন উপলক্ষ্যে রীতিমতো উৎসবের আমেজ আজ মাতোয়ারা 'মন্নত'। শাহরুখের বাসভবনে যখন জন্মদিনের আবহে রীতিমতো মতোয়ারা গোটা বলিউড, তখন সোশ্যাল মিডিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সেলবরা।

এদিন বলিউডের বিভিন্ন সেলেবের সঙ্গে শাহরুখকে শুভেচ্ছাবার্তা জানান করণ জোহর সহ বিভিন্ন তারকারা। এদিন এক হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্টে শাহরুখকে শুভেচ্ছা জানান করণ। তিনি শাহরুখকে নিজের পোস্টে 'ভাই' বলে সম্বোধন করেন। পাশাপাশি খোলসা করেন যে শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক অনেকটাই ভাইয়ের মতো।
View this post on InstagramA post shared by Karan Johar (@karanjohar) on
শুধু তাই নয়, শাহরুখের সঙ্গে তাঁর যে আত্মিক যোগ রয়েছে তা জানাতেও ভোলেননি করণ।করণ লেখেন, তাঁর কেরিয়ারে শাহরুখের সঙ্গে কাটানো সময়টি সবচেয়ে ভালো সময়। করণ লেখেন,'আমার বাবার বেস্ট ফ্রেন্ড আর আমার বড় ভাই হওয়ার জন্য ধন্যবাদ'। আর করণের এই বক্তব্যেই রীতিমতো আপ্লুত হয়ে যায় সোশ্যাল মিডিয়া।