For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোল্ডেন গ্লোব জেতার পর আরআরআরের গোটা টিমকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন শাহরুখ খান

গোল্ডেন গ্লোব জেতার পর আরআরআরের গোটা টিমকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিলেন শাহরুখ খান

  • |
Google Oneindia Bengali News

লস অ্যাঞ্জেলে আয়োজিত হয়েছে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলতি বছরে রাজা মৌলির ছবি আরআরআর প্রথম দেশীয় ছবি হিসাবে প্রথম গোল্ডেন গ্লোব পেল। যে খবরে খুব খুশি অনুগামীরা। এই সিনেমার 'নাটু নাটু’ গানের জন্য গোল্ডেন গ্লোব পেল। এই খবরের সঙ্গে অনুগামীদের সঙ্গে আরআরআরের গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান।


কী জানালেন কিং খান

কী জানালেন কিং খান

আরআরআর সিনেমার পরিচালক এস এস রাজা মৌলিরর উদ্দেশ্যে নিজের সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে একটি লেখা শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন,' স্যার এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই নাটু নাটু গানে নাচতে শুরু করলাম। আপনাদের গ্লোন্ডেন গ্লোব জেতার আনন্দে উদযাপন করছি। আপনারা এখন অনেক পুরস্কার জিতুন আর ভারতকে গর্বিত করুন।'

 কোন সিনেমার কাছে হেরে যান এই ছবি

কোন সিনেমার কাছে হেরে যান এই ছবি

তবে আরআরআর গোল্ডেন গ্লোবে সেরা বিদেশী সিনেমার জন্য মনোনীত হয়েছিল কিন্তু আর্জেন্টিনার সিনেমা আর্জেন্টিনা ১৯৮৫ সিনেমার কাছে হেরে যায় আরআরআর। তাই বিদেশী সিনেমার জন্য মনোনীত হতে পারল না এই সিনেমা।

 কে কে আরআরআরে অভিনয় করেছেন

কে কে আরআরআরে অভিনয় করেছেন

এস এস রাজামৌলি পরিচালিত সিনেমা হল 'আর আর আর'। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অর্জন করেছিল। রাম চরণ ও জুনিয়র এনটিআরের অভিনয়ে মুগ্ধ হয়েগিয়েছিলেন মানুষ। এই ছবি তৈরি হয়েছে দুই তেলুগু মু্ক্তিযোদ্ধা কমারাম ভীমা ও আলুরি সীতারামা রাজুর জীবন ঘিরে বলে জানা গিয়েছে। এই ছবির বাজেট ছিল ৪৫০ কোটি টাকা। জুনিয়র এনটিআর এবং রাম চরণ ছাড়াও, আরআরআর-এ আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টিভেনসন, অ্যালিসন ডুডি, অলিভিয়া মরিস, শ্রিয়া শরণ এবং সামুথিরাকানি সহ সহায়ক ভূমিকায় রয়েছেন। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এমএম কিরাভানি।

বলা বাহুল্য, শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা, জন লিথগো (দ্য ওল্ড ম্যান), জোনাথন প্রাইস (ক্রাউন) , জন টার্টুরো (সেভারেন্স) ,টাইলার জেমস উইলিয়ামস, (অ্যাবট এলিমেন্টারি) - বিজয়ী, হেনরি উইঙ্কলার (ব্যারি) , সেরা সাউন্ড- আলেকজান্ডার ডেসপ্ল্যাট গুইলারমো ডেল টোরোর পিনোকিও ,হিলদুর গুডনাদোত্তির, উওম্যান টকিং , জাস্টিন হুরভিটস (ব্যাবিলন) হয়েছেন বিজয়ী , জন উইলিয়ামস (দ্য ফ্যাবেলম্যানস), কার্টার বারওয়েল ( দ্য ব্যানশিস অফ ইনিশেরিন)।

গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এম এম কিরাবাণী, জানুন তাঁর আসল পরিচয় গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে মঞ্চে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন এম এম কিরাবাণী, জানুন তাঁর আসল পরিচয়

English summary
shahrukh khan congratulated rrr team but why
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X