'শাহজাহান রিজেন্সি'-র ছাদের তলায় প্রাক্তনরা! পরম-স্বস্তিকা সহ মাল্টিস্টারকাস্টের ভিডিও দেখেনিন
'শঙ্করের চৌরঙ্গীর পড়েছেন? ২০১৭-এ আমার গল্পটা চৌরঙ্গীর জাতিস্মর..' এই সংলাপের নেপথ্য কণ্ঠ পরমব্রত চট্টোপাধ্যায়ের। এভাবেই প্রকাশ্যে এল 'চৌরঙ্গী' থেকে অনুপ্রাণিত ছবি 'শাহজাহান রিজেন্সি'র প্রথম ট্রেলার।

ট্রেলারের প্রথমকণ্ঠস্বরটি বাঙালি চেনে নানন কারণে। এই কণ্ঠস্বরেই 'বেলা বোস' এর প্রেমে পড়েছে বাঙালি, আর এই কণ্ঠস্বরই 'দার্জিলিং' থেকে 'কলকাতা ১৬' কে অন্যভাবে চিনিয়েছে। অঞ্জন দত্ত, মমতা শঙ্কর, আবির চট্টোপাধ্যায়, অনির্বাত ভট্টাচার্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তৈরি করেছেন 'শাহজাহান রিজেন্সি'। ছবির ট্রেলার একঝাঁক সুখ-দুঃখ, সম্পর্কের ওঠানামার অনুরণন তুলে ধরেছে। আর সেই তালেই ট্রেলার শেষ অধ্যায় দিয়ে গিয়েছে এর গভীর রহস্য।
[আরও পড়ুন:প্রিয়ঙ্কার রিসেপশনে 'প্রাক্তন বয়ফ্রেন্ড'রা! জমকালো আয়োজনে কী কী ঘটে গেল ]
সাহসী দৃশ্যে মমতা শঙ্কর, নাকি ফের একবার স্ক্রিনে পরম-স্বস্তিককে একসঙ্গে দেখতে পাওয়া.. কোন টা বেশি আকর্ষণীয় তা নির্ভর করছে দর্শকের ওপর। তবে ২০১৯ সালে সৃজিত যে বড় চমক নিয়ে উপস্থিত হতে চলেছেন , তা বোঝাই যাচ্ছে শাহজাহান রিজেন্সি দেখে।