For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ধুম ৪'-এ 'খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ধুম থ্রি-র অসাধারণ সাফল্যের পর আদিত্য চোপড়া তৈরি হচ্ছেন সিনেমাটির চতুর্থ সিক্যুয়েলটি বানানোর জন্য। এখনও পর্যন্ত মুক্তি পাওয়া ধুম সিনেমার প্রত্যেকটিই সিক্যুয়েল বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। প্রতিটি সিনেমাতেই আলাদা আলাদা তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে। 'ধুম ৪'-এ 'খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে! ধুম থ্রি-তে ব্যাড বয় এর ভূমিকায় অভিনয় করে আমির খান জনপ্রিয়তা পেয়েছিলেন।[বলিউডের সেরা তারকারা সিনেমায় আসার আগে কে কোন পেশায় ছিলেন]

পরিচালক এই ধারাবাহিক সাফল্য ধরে রাখতে কোন তারকার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তা জানেন কি? প্রথমে শোনা গিয়েছিল ধুমের সিক্যুয়েলের জন্য আদিত্য চোপড়ার প্রথম পছন্দ ছিলেন ভাইজান সলমন খান। কিন্তু খলনায়কের চরিত্রে অভিনয় করতে রাজি হননি সলমন। তাই বাধ্য হয়ে বিকল্পের খোঁজে লেগে পড়েন আদিত্য চোপড়া।[বলিউডের এই ১০ তারকার প্রথম ছবির লুক বনাম বর্তমান চেহারা]

'ধুম ৪'-এ 'খলনায়কের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে!

বি টাউনে কান পাতলে এখন একটাই খবর শোনা যাচ্ছে। এবার নাকি ধুমের সিক্যুয়েলে ব্যাড বয় এর ভূমিকায় দেখা যাবে বলিউডের কিং অফ রোম্যান্স মিস্টার শাহরুখ খানকে। অবাক হওয়ার কিছুই নেই এর আগেও মিস্টার খান 'বাজিগর' এবং 'ডন' ছবিতে নেগেটিভ চরিত্রে অভিনয় করেছিলেন। তাতে কিন্তু তার জনপ্রিয়তায় কোনও প্রভাব পড়েনি।[ছোটবেলায় এমন দেখতে ছিলেন শাহরুখ খান!]

শোনা যাচ্ছে এবারের ধুম সিনেমায় একাধিক চমক থাকবে। আগের সিনেমাগুলিতে এসিপি-র ভূমিকায় অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। তার জায়গায় এবারে অভিনয় করতে দেখা যেতে পারে রণবীর সিংকে। সবকিছু ঠিক চললে ২০১৭ তে আউটডোর শ্যুটিং শুরু করে দেওয়ার কথা ভাবছেন পরিচালক।[বলিউড তারকাদের অদ্ভুত সব ভয়ের কারণ]

English summary
shah rukh khan will play the role of a bad guy in Aditya Chopra's Dhoom Reloaded?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X