For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধর্মীয় সম্প্রদায়ের ক্ষোভ শাহরুখের 'জিরো' ঘিরে! নেওয়া হল আইনি পদক্ষেপ

২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিন মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ছবি 'জিরো'র ট্রেলার। ট্রেলারে ভক্তদের মন যে কিং খান জয় করে নিয়েছেন তা বলাই বাহুল্য।

  • |
Google Oneindia Bengali News

২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিন মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষিত ছবি 'জিরো'র ট্রেলার। ট্রেলারে ভক্তদের মন যে কিং খান জয় করে নিয়েছেন তা বলাই বাহুল্য। তবে , তাঁর ছবি এবার তৈরি হল নয়া বিতর্ক, ছবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে শিখ সম্প্রদায়ের 'দিল্লি গুরদ্বারা ম্যানেজমেন্ট কমিটি'।

চরম বিপাকে শাহরুখের জিরো! ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে আইনি পদক্ষেপ

কমিটির পক্ষ থেকে শাহরুখ খান ও 'জিরো'-র পরিচালক আনন্দ এল রাইয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ছবিতে, শাহরুখের অন্তর্বাসে শিখ সম্প্রদায়ের ধর্মীয় প্রতীক 'কৃপাণ'এর ছবি প্রদর্শিত হয়েছে বলে অভিযোগ তোলা হয়। কমিটির দাবি, এই ঘটনায় শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত হানা হয়েছে। আর এমন ছবি প্রদর্শিত হয়েছে 'জিরো'র পোস্টারে।

[আরও পড়ুন:অর্জুন-মালাইকার বিয়ে কি ২০১৯ -এর প্রথম দিকেই! তারিখ নিয়ে গুঞ্জন তুঙ্গে ][আরও পড়ুন:অর্জুন-মালাইকার বিয়ে কি ২০১৯ -এর প্রথম দিকেই! তারিখ নিয়ে গুঞ্জন তুঙ্গে ]

ঘটনায় বিশ্ব জুড়ে শিখ সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে দাবি 'দিল্লি গুরদ্বারা ম্যানেজমেন্ট কমিটি'-র। কমিটির তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনও মতেই শিখ সম্প্রদায় এই বিষয়কে মেনে নেবে না। উল্লেখ্য, আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের 'জিরো' , তার আগে এই নয়া বিতর্কে ফিল্মে কতটা প্রভাব ফেলে, সেদিকে তাকিয়ে গোটা বলিউড।

English summary
Shah Rukh Khan's Zero lands in trouble. Complaint filed against actor, Aanand L Rai.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X