'শাহরুখের চরিত্রটা মেরুদণ্ডহীন ছিল', ১৯৯৮ সালের চরম সাফল্য নিয়ে মুখ খুলে কী জানালেন করণ
কলেজ প্রেম, আবেগ, বলতেই এখনও নব্বইয়ের দশকে করণ জোহরের 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির নাম উঠে আসে বিভিন্ন বলিউডি আলোচনায়। ১৯৯৮ সালের ব্লকবাস্টার ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' ঘিরে কার্যত এক নতুন ঘরানার জন্ম দেন করণ জোহর। যদিও পরবর্তীকালে করণের ছবির সেই ঘরানা টিকে থাকলেও তার সাফল্য আকাশ ছুঁতে পারেনি। আর এমন ব্লকবাস্টার নিয়ে মুখ খুলেই এবার আত্ম সমালোচনায় বিভোর হলেন নামী পরিচালক।

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে করণ জানান, তাঁর ছবি 'কুছ কুছ হোতা হ্যায়' তে শাহরুখের চরিত্রটি রীতিমতো 'মেরুদণ্ডহীন' ছিল। করণ আত্ম সমালোচনার সুরেই বলেন, রাহুলের চরিত্রটি ছবিতে ভীষণভাবে বিভ্রান্ত ছিল। কখনও স্ত্রী, কখনও প্রাক্তন প্রেমিকার চাপে পড়ে বিভিন্ন সিদ্ধান্ত নিতে নিতে এগিয়ে যায় 'কুছ কুছ হোতা হ্যায়' ছবির রাহুলের চরিত্রটি। করণের দাবি, কেবলমাত্র শাহরুখের নিজের 'ক্যারিশ্মার' জন্যই চরিত্রটি এভাবে হিট হয়েছে।
অনেককেই অবাক করে করণের দাবি, 'কুপছ কুছ হোতা হ্যায় ' ছবিতে চরিত্রগুলো কোনও নির্দিষ্ট যুক্তিতে তৈরি হয়নি। করণের দাবি, একটি মেয়ের প্রতি জন্মদিনে ৮ টি চিঠি , কোনও মতেই কোনও যুক্তি তুলে ধরেনি ছবিতে।
পুরান মতে কালী 'অষ্ঠধা', বিস্তারিত জানতে পড়ুন